![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিনেমায় অভিনয়ে অ্যাপ্লাই করার শেষ দিন
..........................
নির্মাণাধীন ছবি 'কাঁটা দ্য ফিল্ম'-এ অভিনয়ে অাগ্রহীদের অডিশনে অংশ নেওয়ার জন্যে একটি একপৃষ্ঠার সিভি (সংক্ষিপ্ত বায়োডাটা) ও ৩ কপি ছবি (থ্রি-অ্যাঙ্গেল) পাঠানোর সময় সীমা শেষ হচ্ছে। অাগামীকাল ২২ সেপ্টেম্বর, সন্ধ্যার পরপরই [email protected] ইমেল ওপেন করে সমস্ত সিভি ও ছবি নামানো হবে। যারা সিভি+ছবি পাঠিয়ে 'কাঁটা'র একজন হয়ে উঠতে চেয়েছেন, তাদেরে শুভেচ্ছা, তাদেরে অভিনন্দন। অার যারা অাগামীকালের মধ্যেই সিভি ও ছবি পাঠাবেন বা পাঠাবেন বলে ভাবছেন, তাদেরেও শুভেছ্ছা, অভিনন্দন। ইমেলে অংশ নেওয়া অভিনয়ে অাগ্রহী কয়েকশোজনের সিভি থেকে একটা প্রাথমিক বাছাইয়ের পর বাছাইকৃতদের খুব শিগগিরই অডিশনে ডাকা হবে। সিভিতে ফোন নম্বর দিয়েছেন তো?
'কাঁটা দ্য ফিল্ম' পুরান ঢাকার ভূতের গলির মহল্লার গল্প। শতাধিক চরিত্র এতে। এ ছবির কাস্টিং সোর্স হয়ে থাকছে এই অডিশন। কিছু বয়স্ক ও ব্যতিক্রমী চরিত্র খুঁজে নেওয়া হবে অডিশনের বাইরে থেকে কিন্তু এই্ব ছবি বেশির ভাগ চরিত্রের সন্ধান পেতে চায় অডিশন থেকেই। সেই লক্ষে যে অসাধারণ সাড়া পাওয়া যাচ্ছে, এতে 'কাঁটা' টিম যথেষ্ঠ উদ্দীপ্ত। ভালো লাগছে কারণ, সিনেমা নির্মাণ টিমেরই ব্যাপার। অাপাতত শেষ কথা, অার মাত্র ১ দিন বাকি অাছে অাপনার, 'কাঁটা' টিমে যুক্ত হওয়ার। এটা চাইলেই হয়...
(বি.দ্র. ফেসবুকে এই নােটিস দেওয় হলো বটে, মেইল পাঠাবেন ভূতের গলিতে)
©somewhere in net ltd.