![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'কাঁটা দ্য ফিল্ম'এর অভিনয়ে অডিশন নিউজ
..................
'কাঁটা দ্য ফিল্ম' এ অভিনয়ে অাগ্রহী প্রার্থীদের অডিশন টিম জানাচ্ছে, ২২ সেপ্টেম্বর অ্যাপ্লাই করার সময় সীমা পার হলেও অ্যাপ্লিকেশন এসেই যাচ্ছে। যারা পাঠাননি, তাদের অন্তত এই প্রজেক্টে অার অ্যাপ্লাই করার দরকার নেই। যে ৯০০ জন অ্যাপ্লাই করেছেন, তাদের সিভি+ছবি যাচাই বাছাই চলছে। 'কাঁটা' টিম রিপোর্টে জানাচ্ছে, ৯০০ থেকে সংখ্যটি ৫০০ তে নেমে এসেছে ৪৮ ঘণ্টার মধ্যেই। কারো সিভি ৪ পৃষ্ঠার, ছবি পাঠাননি। মানে অডিশনের বিজ্ঞাপনটি ভালো করে দেখেননি বা বিজ্ঞাপনের শর্তকে খানিকটা হলেও অবহেলা করেছেন। তো সেগুলো অডিশন টিমের কাছে অভিযুক্ত প্রার্থী । কেউ ছবি পাঠিয়েছেন, সিভি দেননি। কেউ সিভি দিয়েছেন, যোগাযোগের জন্যে ফোন নম্বর দেননি। এসব চেক করতে গিয়েই ৩০০ জন ডিসকোয়ালিফাইড। বাকি ৬০০ জন থেকে অডিশনে ডাকা হবে ৩০০ জন প্রার্থীকে। অার ৩০০ জন 'কাঁটা দ্য ফিল্ম' এর চরিত্র চাহিদার বাইরে দিয়ে যায়। ফলে, ৬০০ থেকে ৩০০ জনে অাসতে 'কাঁটা' টিমের ৪৮ ঘণ্টা লাগবে। এই ৩০০ প্রার্থী থেকেও তালিকা ক্রমশ সংক্ষিপ্ত হতে থাকবে এবং সর্বশেষ যারা তালিকায় থাকবেন, তাদেরকেই ফোন করে অডিশনের ডেট ও স্থান জানানো হবে। সো, নাও অ্যা লিটল বিট ওয়েটিং...
'কাঁটা দ্য ফিল্ম' তো ভূতের গলির মহল্লার বাসিন্দাদের গল্প। তাই অডিশন থেকেই অাগত কমপক্ষে ২০০ চরিত্র 'কাঁটা দ্য ফিল্ম'এ ঢুকে পডবে। কিছু চরিত্র বাইরেরও থাকবে। অডিশন পা্রর্থীদের জন্যে অাপাতত এটুকুই খবর।
টিম 'কাঁটা দ্য ফিল্ম'
২৪ সেপ্টেম্বর, ২০১৭
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫
সারা জীবন ভােলাবাসব বলেছেন: wait korchi. ekta sujog milbe asha korchi.