![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'কাঁটা দ্য ফিল্ম' এর অডিশন থেকে পাওয়া, না-পাওয়া পাত্রপাত্রীগণ
.......................
চূড়ান্ত বাছাই হয়ে উঠছে নতুন নতুন মুখগুলো। এইসব নতুন মুখের ঝাঁক নিয়েই নির্মাণাধীন 'কাঁটা দ্য ফিল্ম' চিত্রিত হবে, খুব শিগগিরই। নতুন হলেও অ্যাক্টিংয়ে ডেডিকেটেড মানুষের অংশগ্রহণেই ছবিটা হয়ে উঠবে_এমন ভাবতেই মনের ঝুল বারান্দায় ঝরে পড়ছে শীত-সকালের রোদ। সেই রোদ ভালোবাসি।
সময় নিয়েই বোঝাপড়াটা অাগে হতে হবে। নির্মাণকালীন যাদের কাছে 'কাঁটা' করাই দুনিয়ার মুখ্য কাজ হয়ে উঠবে, খুব স্বাভাবিকভাবেই 'কাঁটা দ্য ফিল্ম' তাকে কোনো না কোনোভাবে সেই বোঝাপড়ার মূল্য দেবে। প্রোডাকশন টিমের পারষ্পরিক দায়বদ্ধতা একটা ফ্যাক্টর, সেটা ক্রিয়াশীল থাকতেই হবে।
মনে রাখার দরকার অাছে, সবার মিলিত অংশগ্রহণেই কেবল ছবিটা যা হয়ে উঠবার, তা হবে।
বি. দ্র. যারা অডিশনে অ্যাপ্লাই করেছেন, হয়তো প্রাথমিক বাছাইতেই বাদ গিয়েছেন; যারা অডিশনে ডাক পেয়েছেন, যারা ঢাকা ও ঢাকার বাইরে থেকে ছুটে এসেছেন 'কাঁটা দ্য ফিল্ম' এর অংশ হওয়ার জন্যে, সব্বাই'কাঁটা দ্য ফিল্ম' টিমের মানুষ। অাপনাদের সঙ্গে বোঝাপড়াটা অামাদের এখনি শেষ হয়ে যাচ্ছে না। দেখা হবেই...
কাঁটা দ্য ফিল্ম
ক্যাম্প টু
বড় মগবাজার
২৫ অক্টোবর, ২০১৭
©somewhere in net ltd.