![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেভাবে মা তার সন্তানকে ভালোবাসে, নির্মাতাও তার সন্তানকে ভালোবাসে। একটি ছবিকে অনেক মানুষ যুক্ত হয়ে আজ করেন। সেই অনেক মানুষ, তারা এবং তাদের নিয়ে সম্পন্ন করে ওঠা কাজটাই নির্মাতার সন্তান। এ একটা অনুভূতি। অনুভূতি শুধু অনুভুতি দিয়েই ধরতে হয় বা ধরা যায়। 'কাঁটা দ্য ফিল্ম'কে ভালোবেসে যুক্ত হোন, 'কাঁটা দ্য ফিল্ম'ও অাপনাকে ভালোবেসে জড়িয়ে নেবে। জড়িয়ে নেবে দর্শক। এখন, কষ্ট তো করে যেতেই হবে। সিনেমা দেখতে যতই অারাম-অায়েসি কিছু হোক না কেন, বানাইতে অনেক কষ্ট, সেই কষ্ট ভাগ করে নিয়ে অানন্দের সঙ্গে কাজ করে যাওয়াই সিনেমা-ধর্ম। এই ধর্মে যারা ধার্মিক হচ্ছেন, তাদের নিয়েই অামাদের কাজ। যাদের 'কাঁটা'তে অাপাতত ধরা যাচ্ছে না, তাদের সঙ্গে অামাদের পরে দেখা হবে। যারা নির্বাচিত হয়ে ছবিতে যুক্ত হয়ে পড়ছেন, সহকর্মী হিসেবে তাদের জন্যে অামাদের প্রাণ ঢালা অভিনন্দন...
কাঁটা দ্য ক্যাম্প টু
বড় মগবাজার রেল গেইট
©somewhere in net ltd.