![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মে্াবাইল ফোন মিসিং/চুরি...
..........
অামার ব্যক্তিগত মোবাইল ফোনটি রাতেই মিসিং/চুরি হয়ে গেছে। ০১৬........৮৯ নম্বর যেটি।
নতুন সিম কার্ড তুলতেও ২/১ দিন সময় লেগে যেতে পারে। তারপর পুন:সংযোগে যেতে পারব। অাপাতত ফোন যোগাযোগে বিচ্ছিন্ন অামি। ১৩ শত নম্বর ও প্রচুর ছবি+ভিডিও হারিয়ে গেল। জীবনে কত কিছুই তো হারিয়ে যায়! মেনে নিতে নিতেই তো অাবার নতুন করে খুঁজি...
২| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৪
ফিউচার লিজেন্ড বলেছেন: ইশস!!!
৩| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আফসোস করে লাভ নাই,
যা পাওয়া যাবেনা তা নিয়ে
হা পিত্যেস করে সময় ও মানসিক
যন্ত্রণা আমদানী করার মানে হয়না।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪১
অর্ক বলেছেন: আমার একবার সদ্য কেনা স্যামসাঙ গ্যালাক্সি জে৫ হারিয়েছিল! আমি শোঁকে মানে একেবারে প্রায় পাথর হয়ে গিয়েছিলাম। ঘোর শত্রুরও যেন মোবাইল চুরি না হয়।
যদি সময় থাকে তবে সংক্ষেপে ঘটনাটা আমাদের জানাতে পারেন। এতে আমরাও সচেতন হবো!
শুভকামনা শ্রদ্ধেয় কবি।
৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৬
গরল বলেছেন: মোবাইল হারালেও নম্বর হারানর কথা না যদি অ্যান্ড্রয়েড মোবাইল হয়। ভবিষ্যতে নম্বরগুলো সেট না সিমে সেভ না করে জিমেইল অ্যাকাউন্টে সেভ করবেন। আর ভিডিও এবং ফটোগুলোতো অটোমেটিক গুগল ফটোস এ ব্যাকআপ হওয়ার কথা। পরের সেটটা সেইম জিমেইল আইডি দিয়ে সেটআপ করবেন, তাহলে সবকিছু পেয়েও যেতে পারেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭
রাজীব নুর বলেছেন: এখন সিম তুলতে এক ঘন্টাও সময় লাগে।