![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঁটা দ্য ফিল্মঃ অডিশনের অভিনেতা-অভিনেত্রীদের খেয়াল করার নোটিস
.................................................................................
'কাঁটা দ্য ফিল্ম অডিশনে অ্যাপ্লাই করা ৯০০ জনের থেকে অামরা ৩০০ জনকে অডিশনে ডেকেছিলাম। তাদের নিয়েই কাঁটা ক্যাম্পে গ্রুমিং শুরু হয়। সময়-সংকটে বা পেশাগত ব্যস্ততায় সময়ের সংকটে পড়ে কয়েকজন অার কন্টিনিউ করতে পারেননি যেমন সত্য, অামরাও দুএকজনকে অার গ্রহণ করতে পারিনি কিছু সুনির্দষ্ঠ কিছু কারণে। এ বাদে প্রায় অাড়াইশোজন অভিনেতা-অভিনেত্রী অাছেন অামাদের টিমে, যাদের প্রায় সব্বাই নতুন মুখ। সম্ভবত এত নতুন মুখ একসঙ্গে নিয়ে একই ছবিতে কাজ কেউ করেনি এ দেশে, করলেও অামাদের জানা নেই। এর অানন্দ ও যন্ত্রণা অাছে একই সঙ্গে। বেশির ভাগই জানে না, প্রডাকশনের পক্ষ থেকে ফোনে বা যোগাযোগ করে না পেলে তার জন্যে কোনো চরিত্র কখনো খালি থাকবে না। প্রডাকশন যতক্ষণ পর্যন্ত কাউকে 'না'' বলেনি, ততক্ষণ সে প্রডাকশনে অাছেই। কিন্তু তাই বলে যাকে ফোনে পাওয়া যাবে না বা যার নাম্বার কোনো কারণে সুইচ অফ করে রেখেছে, তাদেরও বারবার ফোন দিয়ে খুঁজে বের করা প্রডাকশনের কাজ নয়, তা অাদতে সম্ভবও নয়। কোনো রানিং প্রডাকশন সেই মুডে থাকে না, এটা নতুনরা না জানলেও পুরানোরা জানেন, এখানেই নতুনদের নিয়ে কিছু যন্ত্রণা। যাই হোক, সেই যন্ত্রণার রিপিটেশন সম্ভব নয়।
অাপনি যদি 'কাঁটা দ্য ফিল্ম' টিমের মেম্বর হয়ে থাকেন বা 'কাঁটা ক্যাম্পে ইতোপূর্বে একবার হলেও ডাক পেয়ে এসে থাকেন, তাহলে অাপনি কাঁটা দ্য ফিল্ম এর একজন মেম্বর। হয়তো ফোনে অঅপনাকে পাওয়া যায়নি, হয়তো একাধিকবার ফোন দেওয়ার মতো বাস্তবতা নেই টিমের, সে-ক্ষেতে অাপনারও উচিৎ একবার অামাদের অফিসিয়াল বা যে-কোনো ভাবেই একবার যোগাযোগ করা। সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত 'কাঁটা দ্য ফিল্ম' এর অফিসিয়ল নাম্বার ওপেন থাকে। এ পর্যায়ে অামরা সকলে মিলেই 'কাঁটা দ্য ফিল্ম' এর একই টিমের অংশ।
এ কথা অাপনি মনে রাখবেন, অাপনাকে নিয়েই কাঁটা টিম জার্নি করতে চায়। শুটিং শিডিউল কামিং সুন...
শুভেচ্ছা
কাঁটা ক্যাম্প টু
বড় মগবাজার
১০ জানুয়ারি, ২০১৮
২| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১:১৮
সমুদ্র শাঁচি বলেছেন: নতুন কাউকে নিচ্ছেন এখনও ?
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।