![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন কৃষকের ছেলে, এই হাতে হাল চালাই, এই হাতেই কলম চালাই আবার এই হাতেই কীবোর্ড চালাই। সবকিছুই করার প্রচেষ্টা আমার মধ্যে রয়েছে।
ক্রিকেট সারা পৃথিবীতে একটা জনপ্রিয় খেলা। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। এদেশের সকল স্থানে এই খেলাটি চালু রয়েছে। কি গ্রাম কি শহর সকল স্থানে এর তুমুল জনপ্রিয়তা। আমরা ছোটতে কত মজা করেই না এই খেলাটি খেলেছি। ক্রিকেট বলের অভাব আমাদের রুখতে পারেনি। জাম্বুরা বা পলিথিনকে মুড়িয়ে গোল করে বল বানিয়ে কত খেলেছি তার ইয়াত্তা নেই। ব্যাটের বদলে লাঠি, স্ট্যাম্পের বদলে পাটখড়ি। গ্রামে মাঠ ছিল উন্মুক্ত। যতো জোরে পারতাম মারতাম। আমাদের কোন বাউন্ডারি ছিল না।
কিন্তু এখন মাঠের সংকটের কারণে ক্রিকেট মাঠের যেমন সংকোচন ঘটেছে তেমনি ঘটেছে খেলার নিয়মের (লোকাল)। শহরে বা গ্রাম যেখানেই হোক এখন পর্যাপ্ত মাঠ পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। তাই এখনকার ছেলেরা খেলছে সার্কেল ক্রিকেট। যে খেলার নিয়ম হল- বাউন্ডারি অনেক ছোট হতে হবে, ফোর মারা যাবে, সিঙ্গেল রান নেওয়া যাবে, কিন্তু ছয় মারা যাবে না; ছয় মারলে আউট, এর একমাত্র কারণ হল মাঠ নেই, জোরে মারলে বল হারিয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
এই খেলা এতই জনপ্রিয় যে মাঝে মাঝে ট্রুনামেন্ট অনুষ্ঠিত হয়। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশের ক্রিকেটের ভবিষ্যৎ অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। যে খেলার নিয়মই হল হাত খুলে মারা যাবে না, ছয় মারলে আউট হয়ে যাবে; তাহলে কিভাবে আমাদের দেশের ভবিষ্যৎ ক্রিকেটারেরা ক্রিস গেইল হবে? ছোট থেকেই যদি মাঠের অভাবে প্রান ভরে শট খেলতে না পারে তাহলে কিভাবে আমরা ছয় মারব?
আমাদের উচিত হবে যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পর্যাপ্ত খেলার মাঠের বাবস্থা করা তা না হলে দেশের লীগ খেলা কারো বড় এপার্টমেন্টের ছাদে অনুষ্ঠিত হতে পারে।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৬
সাকিন উল আলম ইভান বলেছেন: ভাই যার হাতে স্ট্রাইক আছে ,তারা এমনিতেই বেরিয়ে আসবে।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০৯
নিরপেক্ষ মানুষ বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, খোলা মাঠে হাত থেকে শট অটোমেটিক বেরিয়ে আসে।এসব তেমন বড় কোন সমস্যা নয়।সারা বছর শর্টপিচ ক্রিকেট খেলে বড়মাঠে খেলতে নেমে ওভারে কয়েকটা বিগ সিক্স নিজেতো মেরেছিই অনেককে মারতেও দেখেছি
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২২
সমুদ্রচারী বলেছেন: দ্বিমত পোষন করছি ,আমি নিজেও প্রচুর খেলাধুলা করতাম .......আমি তো মনে করি এটাতে গ্যাপ শট আর গ্রাউন্ড শট খেলার স্কিল আরও বাড়ে......আর যারা খেলোয়াড় হবার তারা শত প্রতিকুলতার মাঝেও উঠে আসবে....এরাতো তাও খেলছে শহরের বাচ্চারা তো সেই সুযোগটাও পায় না ভিডিও গেমস ছাড়া
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৯
শূন্য পথিক বলেছেন: ++++
৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
জী ব ন বলেছেন: ক্রিস গেইল না হইতে পারলে সুনীল গাভাস্কর হইবে। সুনীল গাভাস্করকে একবার প্রশ্ন হইসিল 'আপনি এত সোজা ব্যাট এ কিভাবে খেলেন'। উনি বলেছিলেন 'আমরা গলি ক্রিকেট খেলতাম যেখানে বল সোজা খেলতে হত কারণ আশে পাশে বল গেলে কাচ ভাঙ্গার সম্ভাবনা থাকে' । তাই এ নিয়া ভয়ের কোন কারণ নাই।
৭| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২১
জাওয়াদ তাহমিদ বলেছেন: চিন্তার বিষয়।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৯
ভোরের রোদ বলেছেন: চিন্তার বিষয়।