নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে খুব মিস করি.........

হারিয়ে গেছি.........।

সামিউর

ক্ষণিকের বন্ধুরা যখন আর থাকবেনা খুঁজে দেখো পাবে আমায় আমি সেই চিরচেনা..................।

সামিউর › বিস্তারিত পোস্টঃ

:) :D আড্ডা পোস্ট। সবাইকে দাওয়াত রইলো। B-) ;)

১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:২২

অনেক দিন ধরে আড্ডা দেয়ার চান্স খুঁজছি। :P আজকে চান্সটাও পেয়ে গেলাম। ( যতক্ষন বিদ্যুৎ বাগড়া না দেয়। ) সবাইকে আড্ডায় স্বাগতম। কোনো নির্ধারিত টপিক নাই। তবে রাজনীতি নিয়া পেচাল পারা নিষেধ।







এই গানটা আমার খুব প্রিয়। সব ব্লগারদের যারা সামু ছেরে চলে গেছে অনুরোধ জানাচ্ছি ফিরে আসার জন্য। আমি তোমাদের লেখা খুব মিস করি। ( বিশেষ করে চাঙ্কু ভাই, নুশেরা আপু সহ নাম ভুলে যাওয়া অসংখ্য ব্লগার যাদের লেখা আমার খুব ভালো লাগে......।) আর সেইসব বন্ধুদের যাদের সাথে ইদানিং দেখা হয়না তাদেরকেও উৎসর্গ করলাম এই গানটা।



ফুয়াদ ফিচারিং কণা এ্যালবামের বৃষ্টির এই গানটাও আমার খুব প্রিয়। এই বছরে বৃষ্টিতে আরো কয়েকবার ভিজতে চাই। :)



তাহসান ফিচারিং মিথিলার অগোচরে গানটা আমার অসাধারণ লাগে !! B-) তই শেয়ার করলাম ।



এবার আসি খাওয়ার কথায়। আড্ডার জন্য আমি আনলাম আইস ক্রিম আর কেক। যে যা খাবেন সাথে করে নিয়ে আসবেন।



আরো আছে আইসক্রিম:









কিছু ডার্ক চকোলেটও আনলাম। খায়া বলবেন কেমন লাগে।





সো আসেন আড্ডা স্টার্ট করি। হ্যাপ্পি ব্লগিং। :):DB-)

মন্তব্য ৪৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:২৮

রাজিব খান০০৭ বলেছেন: সময় নাই।তবে আড্ড সফল হোক।শুভকামনা

১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৮

সামিউর বলেছেন: শুভ কামনা গ্রহণ করা হলো ভাইয়া।

২| ১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৪

বিবর্তনবাদী বলেছেন: কোন এককালে এমন আড্ডা হত একরামুল হক শামীমের পোস্টে। মন্তব্য সংখ্যা দেখা যেত ৫০০ ছাড়িয়ে গেছে। কিছুদিন পর পর নতুন পোস্টের দাবি জানাতাম, কারন ব্রাউজারে নামতে সময় নিত অনেক। এখন আর তেমন হয় না। আমাদেরো সময় নাই।

১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৩

সামিউর বলেছেন: আমি মিস করি পুরাতন সব পোস্ট আর ব্লগারদের। সামু ইদানিং রাজনীতি আর কপি পেস্ট পোস্টে ভরে গেছে। আগের মতো ভালো লেখা আর আসেনা। কমেন্টের জন্য ধন্যবাদ।

৩| ১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৮

সরল মানুষ বলেছেন: ফুয়াদ ফিচারিং কণা এ্যালবামের বৃষ্টির এই গানটাও আমার ও খুব প্রিয়।

ধন্যবাদ সামিউর

১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৬

সামিউর বলেছেন: সরল মানুষকে আড্ডায় স্বাগতম। ঐ এ্যালবামটাও খুব ভালো হইসে।

৪| ১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৮

সাইফুর বলেছেন: একটু পরেই কারেন্ট যাবে। ডিজিটাল দেশে ঘন্টায় ঘন্টায় কারেন্ট যায়। সমাধান কবে হবে?

১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৪

সামিউর বলেছেন: কোনো সরকারই আন্তরিক না। আন্তরিক হলে এই সমস্যা কাটানো কোনো ব্যাপার না। যাই হোক ইলেকট্রিসিটি থাকলে আমি আছি না থাকলে আমিও থাকতে পারবোনা ভাইয়া।

৫| ১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৯

গরম কফি বলেছেন:


চলুক। আছি।

১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৬

সামিউর বলেছেন: আড্ডা চলছে এবং চলবে। কতক্ষন তা নিরভর করে বিদ্যুৎ বিভাগের উপর।

৬| ১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৬

সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: আড্ডা দিতাম ছাই কিন্তু কাল সকাল সকাল কামলা দিতে যাইতে অইবো, মনে অয় বেশিক্ষন দিতে ফারুম না :(:|

১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৮

সামিউর বলেছেন: ইলেকট্রিসিটি থাকলে আমি আছি না থাকলে আমিও থাকতে পারবোনা ভাইয়া।

৭| ১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৭

সায়েম মুন বলেছেন: adda kamte habe. net speed er abostha charom. tate abar post karchen vari. open hote lage 5 minutes. dakhen akhono bangla asena

১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৫১

সামিউর বলেছেন: সরি ভাইয়া। আমারো কিন্তু একই অবস্থা। এমএস ওয়ারডে লিখে কপি পেস্ট করছি।

৮| ১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৫

সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: আমার এখানেও প্রায় ৪৫ মিনিট ধরে পাওয়ার নাই, ল্যাপিতে যে চার্য আছে বড়জোর আর ৫০ মিনিট চলতে পারে।

সন্ধা থেকে ৩ বার ইলেকট্রিসিটি গেছে, যা মেজাজ খারাপ লাগতাছে X(( X(( X(

১৮ ই মার্চ, ২০১০ রাত ১২:০০

সামিউর বলেছেন: আজকে অলরেডি ৪ বার চলে গেছে। আবার নেটের স্পিড গেসে ডাউন হয়া। কি যে করতে ইচ্ছা হয় এই গুলারে .....................

৯| ১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৯

কুঁড়ের বাদশা বলেছেন: খাবার দাবার কি কিছু আছে ?

১৮ ই মার্চ, ২০১০ রাত ১২:০৩

সামিউর বলেছেন: আইস ক্রিম , কেক আর ডার্ক চকোলেট আনসি আমি। এতে কি চলবে তোমার ?

১০| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১২:০১

কুঁড়ের বাদশা বলেছেন: ঘুমানোর আগ পর্যন্ত আছি, চলুক

১৮ ই মার্চ, ২০১০ রাত ১২:০৫

সামিউর বলেছেন: থাকলে থ্যাংক্স। না থাকলেও থ্যাংক্স। :):DB-) ;)

১১| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১২:০৩

অম্লান অভি বলেছেন: আড্ডার আসর ভালো লাগল। বলুন তো ঘুষ কেন খায়?

১৮ ই মার্চ, ২০১০ রাত ১২:০৮

সামিউর বলেছেন: আড্ডা ভালো লাগলো জেনে আমারো ভালো লাগছে।

আমিতো ঘুষ খাইনি কখনও তাই জানিনা কেন খায়। কোনো দিন খেতে পারলে জানাবো আপনাকে। ;)

১২| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১২:১০

সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: কনার বরষা গানটা আমারও খুব প্রিয়। আমাদের লাষ্ট ইয়ারলি নাইটে কনাকে আনা হয়েছিলো শুধু এই গানটা গাওয়ার জন্য।

নাও তোমার জন্যও চকলেট :):)

১৮ ই মার্চ, ২০১০ রাত ১২:১৩

সামিউর বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া চকলেটের জন্য। :) :#)

আমি অবশ্য এই মাত্র আইস ক্রিম খেয়ে উঠলাম। :P B-))

১৩| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১২:১৪

সামিউর বলেছেন: সামুর বাঘ আমাকে খালি লগ আউট করে দেয় কেন ??? X( X(( :( :((

১৪| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১২:২০

দাদুভাই বলেছেন: আড্ডা সফল হোক

১৮ ই মার্চ, ২০১০ রাত ১২:২৭

সামিউর বলেছেন: Thank You very much......:) :#)

১৫| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১২:২৫

শ্রাবনের ফুল বলেছেন: ডিং ডং :) :)

১৮ ই মার্চ, ২০১০ রাত ১২:৩০

সামিউর বলেছেন: আরে শ্রাবনের ফুল ভাইয়া তোমাদের জন্য তো আমার ব্লগের গেট সব সময় ই খোলা। ভালো জায়গা দেখে বসে পর। :) :#)

১৬| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৯

সামিউর বলেছেন: বাকি আড্ডা কালকে হবে.............. :-< |-)

১৭| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১:০২

ভাঙ্গন বলেছেন: ডিং ডং

১৮ ই মার্চ, ২০১০ রাত ১:০৭

সামিউর বলেছেন: ভাঙ্গন ভাইয়া তোমাদের আসার জন্য বেল টিপতে হবেনা। সোজা বইসা পরবা। :D

১৮| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১:০৩

টানজিমা বলেছেন: মাত্র আসলাম....আর আপনে বলতাছেন বাকি আড্ডা কালকে???
ধুর মিয়া...... আর আমু না.........
গুশ্শা কচ্চি......হুম

১৮ ই মার্চ, ২০১০ রাত ১:০৬

সামিউর বলেছেন: এই এই এই গুশা করেনা । আমি আছি তো..............।

১৯| ১৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:৩৭

কুঁড়ের বাদশা বলেছেন: কালকে আমার নেট চলে গিয়েছিল :(
আড্ডা কি এখনও আছে ?

১৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:১৭

সামিউর বলেছেন: অবশ্যই। কেন না ? :)

২০| ১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৯

টানজিমা বলেছেন: কালকে আমি মশার কামুর খাতি খাতি গুমাই ফচ্ছিলাম.........
আড্ডা কি এহনতুরি আছে নি????????????????:(

১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১:০৯

সামিউর বলেছেন: অবশ্যই। মাঝেমাঝে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে। X( X(( :( :((

২১| ২০ শে মার্চ, ২০১০ রাত ১০:৪৮

চোখেরবালি বলেছেন: ভালো লাগলো। খুশি হলাম।

২২ শে মার্চ, ২০১০ রাত ৮:২৬

সামিউর বলেছেন: :)

২২| ২২ শে মার্চ, ২০১০ বিকাল ৪:১৭

লালসালু বলেছেন: :)

২২ শে মার্চ, ২০১০ রাত ৮:২৭

সামিউর বলেছেন: :)

২৩| ২৩ শে মার্চ, ২০১০ দুপুর ১:৪৫

মাহমুদহাসান বলেছেন: Please visit my blog today to read another mesmerizing post on mathematics.

২৪| ২৩ শে মার্চ, ২০১০ রাত ৯:৪০

মেহেরুবা বলেছেন: ওহ কি সুন্দর সুন্দর গান শোনালে ভাইয়া! খুব ভাল লাগলো। আর কেক, আইসক্রিম, চকলেট সব কিছুই খুব মজার। এই আড্ডাটার জন্য তোমাকে এত্ত এত্ত থ্যাংকস!!!

২৫| ২৪ শে মার্চ, ২০১০ রাত ৮:১৬

এ. এস. এম. রাহাত খান বলেছেন: বৃষ্টি বিলাসঃ বৃষ্টি দিনের গানের অনলাইন সংগ্রহ। (প্রথম কিস্তিঃ৬০ টি গানের ডাউনলোড লিংক)

২৬| ২৫ শে মার্চ, ২০১০ সকাল ১১:৫৯

কাব্য বলেছেন: কারেন্ট নাই, সময় নাই, আমি নাই , তুমি নাই

হ্যাইল্লে আড্ডা দিমু কেম্বায় /:)?

২৭| ২৫ শে মার্চ, ২০১০ দুপুর ১২:১০

রেজোওয়ানা বলেছেন: আসলাম...............
মানুষ জন সব কোথায়?

২৮| ০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫০

সকাল রয় বলেছেন: কেমন আছেন আপনি ?

০৪ ঠা এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৬

সামিউর বলেছেন: খুব টেনশনে আছি। সামনে আ্যাডমিশন এক্সাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.