![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুভূতির দেয়াল জুড়ে অনুভূতিগুলো জন্মাতে থাকে একে একে; কিছু অনুভূতি থেকে যায় সুপ্ত- নির্লিপ্ত ।এই সুপ্ত অনুভূতিও একসময় জেগে উঠে-সেই সাথে উদ্দীপ্ত হয় বাকি সব অনুভূতি ।অনুভূতি গুলো পায় এক নতুন মাত্রা নতুন ছন্দ। কিছু শঙ্কা অথবা উন্মাদনা দোলা দিয়ে যায় অনুভূতির দেয়ালে তারপরও সামনে এগিয়ে চলা। এগিয়ে চলতে চলতে সরল পথটা দুই ভাগে পৃথক হয়ে যায়। অনুভূতি গুলো অপেক্ষায় থাকে কোন পথের পথিক হবে সেই প্রতীক্ষায় । একটা পথ সব অনুভূতিকে পুড়িয়ে ভস্ম করে দেয় । জীবনের মানে তখন শুন্যতায় বিলীন হয়ে যায় ।আরেক পথ তোমাকে নিয়ে যাবে এক নতুন দিগন্তে। অনুভূতির দেয়াল জুড়ে পড়বে রং এর আভা, সাদা-কাল জীবনটা হয়ে উঠবে রঙ্গিন। অর্থহীন অনেক কিছুই অর্থবহ হয়ে ওঠে । কল্পানা রাজ্য বাস্তবে ধরা দেয়। স্বর্গীয় অনুভূতি অনুভূত হয় মর্ত্যে।
২| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১২:১১
মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫২
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার অনুভূতি ...
ব্লগে স্বাগতম ।।