নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ শামীম আহমেদ (অনিক)

সময়ই সব বলে দিবে

মোঃ শামীম আহমেদ (অনিক) › বিস্তারিত পোস্টঃ

একটি ভুল

০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:১৬


বার বার ফোনটা বেজে যাচ্ছে কিন্তু ওপাশ থেকে কেউ ফোন পিক আপ করছে না ।বিরক্তির ছাপ তন্বীর চোখে মুখে ।"ওহ!!!শুভটা যে কেন সারাদিন ফোনটা সাইলেন্ট রাখে ভেবে পাই না ।"এইবার পিক করুক না ফোনটা ..." ।সিগারেটে শেষ টান দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে মঠো ফোন হাতে নেয় শুভ ।স্ক্রীনে চোখ পড়তেই " ও মাই গড!কতক্ষন ধরে যে ফোন করে যাচ্ছে কে জানে ?ফোন রিসিভ করল শুভ ...
শুভ: হ্যালো...
তন্বী: কথা বলব না তোমার সাথে তুমি একটা স্টুপিড ।
শুভ: কি হইছে বলবা তো রাগ করতেছ কেন???
তন্বী: কয়বার ফোন দিছি আমি বল তো ?
শুভ: সরি ফোন সাইলে....
তন্বী: থাক আর বলতে হবে না ।আমি জানি তুমি কি বলবা ।
শুভ: সরি তো ...প্লীজ...আর জীবনেও এমন হবে না প্রমিস ।
তন্বী: সত্যি তো?
শুভ: একদম সত্যি ।
তন্বী: ফালতু কথা বাদ দাও আমি জানি তুমি আবার এমন করবা ।শোন ,কালকে ১০ টায় টি.এস.সি তে আসবা ।আর ...আর হচ্ছে একটা গুড নিউজ আছে ।
শুভ: আচ্ছা ।কিন্তু গুড নিউজটা কি?
তন্বী: আজকে না কাল বলব ।আর কালকে কিন্তু পহেলা ফাল্গুন মনে থাকে যেন ।
শুভ:হুমম থাকবে ।
১০ টা নাগাদ শুভ টি.এস.সি তে পৌছায় শুভ ।তন্বীর ডিপার্টমেন্টের অনু্ষ্ঠান শেষ করে ওরা চলে যায় বই মেলায় ।শুভ অনেকবার জিঙ্গেস করেছে গুড নিউজটা কি?একবারের মত এ ব্যাপারে মুখ খুলেনি তন্বী ।হাসি মাখা মুখে শুধু বার বার বলেছে যেতে যেতে বলব ।সারা দিন অনেক ইনজয় করেছে ওরা ।এবার ফেরার পালা ।
শুভ: এইবার তো বলো ।
শুভর হাতটা আরও শক্ত করে চেপে ধরল তন্বী ।
তন্বী: শুভ আমি প্রেগন্যান্ট ।
তন্বীর কথায় থমকে দাঁড়ায় শুভ।নিজের কানকে বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে তার ।পরিস্থতি সামলে নিয়ে একটু নরমাল হবার চেষ্টা করল সে ।শুভ মনে মনে বলছে ও যা বলছে সেটা ভুল অথবা সে ভুল শুনেছে ।নাকি তন্বী তাকে পরীক্ষা করছে ।না না ও তো এমন স্বভাবের মেয়ে না ।আর সিরিয়াস কোন ব্যাপার নিয়ে ও কখন মজা করেনি ।কিন্তু শুভ আজ মনে প্রাণে চাইছে ব্যাপারটা যেন মজা'ই হয়
শুভঃতন্বী...প্লীজ এটা নিয়ে মজা করবা না ।
তন্বীঃএটা মজা করার ব্যাপার না ।আমি সিরিয়াসলি বলছি ।
শুভঃসিরি..য়াস...লি বলছ তুমি প্রেগ..ন্যান্ট?
তন্বীঃহুমমম ।
শুভঃবাট উই আর নট স্টিল ম্যারিড ।

চলবে...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৭

কাবিল বলেছেন: ব্লগে স্বাগতম।

ভাল, লিখে যান।

২| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.