নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ শামীম আহমেদ (অনিক)

সময়ই সব বলে দিবে

মোঃ শামীম আহমেদ (অনিক) › বিস্তারিত পোস্টঃ

"প্রকৃতি তোমায় ছাড়বে না "

২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৩

একটা শরীরের দাম কত?না না খুব বেশী না ।আর এর জন্য বেশি কিছু করাও লাগে না ।আগে তো মন জয় করতে হবে তারপর বাকিটা ফ্রীতেই পাওয়া যাবে ।ছেলেটি ছোট ছোট স্বপ্নের মায়া জালে বেঁধে ফেলে মেয়েটিকে ;"একটা ছোট্র বাসা থাকবে আমাদের,যেখানে থাকবে শুধু তুমি আর আমি ও হ্যা আমাদের ছোট্ট বেবীটাও তো থাকবে আমাদের সাথে ।রঙ্গিন স্বপ্নে বিভোর হয় মেয়েটি ।আস্তে আস্তে বিশ্বাস করতে থাকে ছেলেটিকে ।সমস্ত সত্ত্বা দিয়ে ভালবেসে ফেলে একসময় ।ছেলেটির হাতে তুলে দেয় নিজের সবকিছু ।কিছুদিন পর বদলে যেতে ছেলেটি ।অসহায় মেয়েটির অন্তরাত্মা কষ্টে ঢুকরে কাদতে কাদতে একসময় নিথর হয়ে যায় ।যারা ভালবাসার দোহাই দিয়ে-মেয়েদের বিশ্বাসের অমর্যাদা করে সবকিছু কেড়ে নেয় তাদেরকে বলব একবার ভাবুন তো আপনার বোনের সাথে এমন হলে আপনার কেমন লাগবে ?ঐমেয়েটির বাবার কষ্ট এখন না বুঝলেও হয়তোবা তখন বুঝবেন যখন বাবা হবেন ।নিজের চোখের সামনে মেয়ের যদি এরকম পরিণতি দেখতে হয় সইতে পারবেন?ভালবাসার নামে ভালবাসাকে কুলষিত করে শরীর ভোগের খেলা বন্ধ করুন ।মনে রাখবেন "প্রকৃতি কোন ঋণ রাখেনা ,আজ না হোক কাল আপনার প্রাপ্তি ঠিকই পেয়ে যাবেন " ।
(যদিও এখানে ছেলেদের blame করা হয়েছে only for xmple; কথা গুলো ছেলে-মেয়ে সবার ক্ষেত্রে সমান ভাবে প্রযোজ্য ।)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৯

কুহক' বলেছেন: "প্রকৃতি কোন ঋণ রাখেনা ,আজ না হোক কাল আপনার প্রাপ্তি ঠিকই পেয়ে যাবেন " ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.