![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি তোমরা ঠিকই পার পেয়ে যাবে।আইনের ফাক-ফোকর গলিয়ে তোমরা আবার দিব্যি সবার সামনে ঘুরে বেড়াবে ।আর আমরা সবাই চেয়ে চেয়ে দেখব ।তোমরা আবার এক মায়ের আচল ধরে টেনে তাকে নগ্ন করবে ।এক বোনের ওড়না থেকে শুরু করে একে একে সব কাপড় খুলে নেবে ।সদ্য কৌশরে পা দেয়া মেয়েটি এমনকি অবুঝ শিশুটিও তোমাদের এই বর্বরতা থেকে রেহাই পাবে না ।হয়তো একদিন রাজপথে দিনে দুপুড়ে তোমাদের হাতে ধর্ষিত হবে কারও মা,কারও বোন অথবা কারও মেয়ে ।
তোমরা যারা আজ এ বর্বরতায় লিপ্ত মনে রেখ পাপ কাউকে ছাড়ে না ।তোমার কিশোরী বোনটি হয়তো তোমারই এক বন্ধুর লালসার স্বীকার হয়ে রক্তাক্ত ধর্ষিত হয়ে রাজ পথে পড়ে রইবে ।তোমার সামনে ধর্ষিত হবে তোমার স্ত্রী ।দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তোমার কিছু করার থাকবে না সেদিন ।তোমার পরীর মত ছোট্ট মেয়েটি দেখতে দেখতে বড় হবে ।তারপর হঠাৎ একদিন ধর্ষিত হয়ে বাড়ি ফিরবে ।নিষ্পাপ মেয়েটি কি পাপ করেছিল ,বল?তোমার পাপের ফল সে ভোগ করবে কেন ???
সময় থাকতে দৃষ্টি ভঙ্গি আর মন মানসিকতা পাল্টান ।নারীকে তার প্রাপ্য সম্মান দিন ।তা নাহলে সেদিনটি খুব বেশী দূরে নেই যেদিন আপনার পরিবারের কেউ সম্ভ্রম হারিয়ে বাড়ি ফিরবে অথবা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিবে ।সময় খুব খারাপ জিনিস রে ভাই ।
২| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
মোঃ ইসতিয়াক হোসাইন (তুষার) বলেছেন: ধন্যবাদ। আপনি মনে হয় বুঝতে পেরেছেন।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৫
মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: ধন্যবাদ
৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১০
বিদগ্ধ বলেছেন:
ঠিক!
৫| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১২:৩৫
জেআইসিত্রস বলেছেন: সতি্যই বাস্তবতাটা ত্রমনই হবে। ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
হাসান মাহবুব বলেছেন: ++