নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ শামীম আহমেদ (অনিক)

সময়ই সব বলে দিবে

মোঃ শামীম আহমেদ (অনিক) › বিস্তারিত পোস্টঃ

অপ্রত্যাশিত ভ্যাবাচেকা

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫২


iiiiiiiii llllllooooovvvveee uuu
iiiiiiiii llllllooooovvvveee uuu
iiiiiiiii llllllooooovvvveee uuu
আমি ঠিক শুনছি তো!!!মনে হচ্ছে আমার রুমের বাইরে দাঁড়িয়ে কেউ চিৎকার করে বলছে i love you...
অনিক-অমৃতা, তুই এখানে?
অমৃতা-ক্যান আসতে পারি না আমি?
অনিক-না...মানে..হঠাৎ কিছু না বলে...তুই... এখানে ....
অমৃতা-অনিক সাহেব , For your kind information এই জগত টা আপনার হলেও রাজত্ব আমার। আমার যা খুশি তাই করতে পারি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি।
অনিক-মানে কি!!?
অমৃতা-মানে হচ্ছে এখন থেকে আমি যা বলব শুধু তাই হবে। আর একটা কথাও না।এখন চলতো ফুচকা খেতে ইচ্ছে করছে।
অগত্যা যেতে হল ফুচকা খেতে। তবে অমৃতা পাশে থাকলে মন্দ লাগে না।
অমৃতা-কিরে খাচ্ছিস না কেন?
অনিক-ঝালটা মনে হয় একটু বেশি হয়ে গেছে।
অমৃতা-ছেলে মানুষ এইটুকু ঝাল সহ্য করতে পারিস না!!!
ঝাল তো বাহানা ছিল অমৃতা দেবী !!!সব সময় কি আর আপনার দেখা মেলে? তাই চোখ দুটো আপনার উপরেই বন্দি ছিল।
অমৃতা-চল না আজ টংয়ের দোকানে চা খাব ।
অনিক-তুই!টংয়ের দোকানে ...চা... ফালতু কথা বাদ দিয়ে চল কফি শপে বসি।
অমৃতা-তুই না বলিস এখানকার চা অনেক মজার হয়।
বুঝার বাকি রইলো না ইনি আজ নিশ্চিত কোন প্ল্যান নিয়েই বের হয়েছেন। কপালে যে কি আছে....কথা না বাড়িয়ে চলে এলাম চা খেতে।চায়ের সংগে "টা " না হলে কি জমে বলুন। কিন্তু এ যাত্রায় ....
অনিক-মামা দুইটা চা। আর একটা...
অমৃতা-কতদিন ধরে বলছি তোর লজ্জা হয় না। ক্যান্সার না বাধিয়ে মনে হয় ছাড়বি না।
এই মেয়েটার উপর এত ক্রাশ খাই ক্যারে বুঝি না ।এই নিয়ে ১০১ তম ক্রাশ খাইলাম। চায়ের কাপে চুমুক দেয়ার সময় মনটা ভিতরে ভিতরে কেমন জানি দুষ্টুমি করে।
অমৃতা-ট্রেন লাইনে হাটবো চল ।
অনিক-অমৃতা,তোর কি হইছে আজ বলবি আমাকে? সেই কখন থেকে একটার পর একটার উল্টা-পাল্টা .....
অমৃতা-তুই জীবনেও রুমান্টিক হবি না। আমি একাই চললাম।
অনিক-আরে রাগ করিস ক্যান?আর আমি রুমান্টিক না হলেই বা ক্ষতি কি?
অমৃতা-আসলি ক্যান তাহলে?
অনিক-না এসে উপায় আছে।
অমৃতা-হাতটা ধর।
বেশ খানিকটা পথ হাটলাম। কিন্তু যেখানে ছিলাম মনে হচ্ছে সেখানেই রয়ে গেছি।
অমৃতা-অনিক, আজ একটা জায়গায় তোকে নিয়ে যাব।
অনিক-কোথায় ?
অমৃতা-এখন বলা যাবে না।সারপ্রাইজ।
মিনিট বিশেক পরে একটা বিস্তৃত সবুজ মাঠে পৌঁছে গেলাম। চারপাশে ঘন সবুজ গাছেরা দেয়ালের মত হয়ে বাইরের পৃথিবী থেকে এ জায়গা কে আগলে রেখেছে। এরই মাঝে সুনিপুণ পরিচর্চায় বেড়ে ওঠা নানা রংগের ফুল পরিবেশ কে আরও পরিশুদ্ধ করেছে। পাখিরা কিচিরমিচির ডাকছে। বাতাসে ফুলের সৌরভ। ইচ্ছে করছে আকাশ বাতাস কাপিয়ে আজই বলে দেই ....
অমৃতা-হা করে তাকিয়ে আছিস ক্যান স্টুপিড?
অনিক-তোর দিকে কে তাকাইছে?দেখ তোর ঠিক পিছনে অই ফুলটা অনেক সুন্দর না?
অমৃতা-মেয়েদের এত বোকা ভাবিস ক্যান তোরা?তুই আমার মাইন্ড রিড করতে না পারলেও আমি ঠিকই তোর মাইন্ড রিড করতে পারি।
অনিক-Actually আমি....
অমৃতা-তুই থাম। তর যে কত সাহস আমি জানি। আমি বলছি দাড়া....
কানে ভেসে আসছে i love you...অনেক কষ্টে চোখ খুললাম। কিন্তু একি আমি বিছানায় কেন?অমৃতা কোথায়!!!মনে পড়ল আমি রাত তিনটায় ঘুমাইছি আর এখন ঘড়িতে বাজছে পৌনে আট টা। ooooppppppssssss i was dreaming ....এইডা কিছু হইল???এখনো কেমন ঘোরের মধ্যে আছি। এটা কি স্বপ্ন না সত্যি !!!
কিন্তু রুমের বাইরে দাড়িয়ে i love u কে বলছে। ক্রমেই শব্দটা স্পষ্ট হল। যা শুনলাম রীতি মত স্পিকার হয়ে গেলুম। ওটা i love u ছিল না,ছিল অ্যাই ল্যাবু। লেবু বিক্রেতা লেবু ফেরি করে বিক্রি করছে আর হাক দিচ্ছে ... অ্যা.......ই ল্যা......বু ।অ্য.......ই ল্যা .........বু.......

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

হিলিয়াম বলেছেন: ধুর মিয়া ছেকা খাইলাম

২| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

অশূন্য গল্প বলেছেন: আমি তো পুরাই শক!!

৩| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধ্যাৎ! দিলেন তো মনোযোগটা নষ্ট করে! সুযোগ বোঝে বলে দিয়েন । নয়তো শেষে পস্থাতে হবে!

৪| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৪

মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: হিলিয়াম ভাই ছ্যাকাই জীবন, জীবনের শ্রী।

৫| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৭

মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: ভাই শক না খাইলে রক হওন যায় না। বুঝেন আমার অবস্থা তাহলে কি? অশূন্য গল্প

৬| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫০

মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: জী ভাই,বলতে তো চাইই কিন্ত ...রুপক ভাই

৭| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২২

সাব্বির ০০৭ বলেছেন: চেহারা ছুরৎ আপনার মাশআল্লাহ! ;)
কইয়া দ্যান! আর লেট খাইয়েন না!!
নাইলে কিন্ত লস খাওয়ার চান্স আছে!!!

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৫

মোঃ শামীম আহমেদ (অনিক) বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.