![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লান্ত দুপুরে বসে চেয়ারে পা তুলে আয়েসে।
রচি কত গান।
মনেতে বেদনার সুর জানালায় চোখ বহুদূর।
তোমারে করি আহ্বান।
শীতের এই সকালে বয়সের অকালে।
আসে কত শত মুখ।
তুমি নাই পাশে নাই মনের আবেশে।
পাইনা আমি সুখ।
গেলো গত বরষায় ছিলাম তোমার আশাই
আসনি ত তুমি।
একা এই ছাদে ভিজি বরষাতে।
একা কাঁদি আমি।
একা এই রাতে কিংবা প্রভাতে।
থাকি তোমার আশায়।
তুমি তো আস না পাশে তে বস না।
স্মৃতিরা শুধু কাঁদায়।
©somewhere in net ltd.