নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

আমি এম টি উল্যাহ। আইনি উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী।www.facebook.com/mohammad.toriqueullah , Email- [email protected]

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

দুইটি গুরুত্বপূর্ণ আইনি সমাধান।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩

মিন্টু হঠাৎ বাসায় এসে দেখে ২০ বছর বয়স্ক তার ছোটবোন এক যুবকের সংঙ্গে ঘনিষ্ট ও অাপোষ প্রবণ অবস্হায় রয়েছে।এমন পরিস্হিতিে সে রাগান্বিত হয়ে ওঠে এবং উভয় কে চুরির অাঘাতে হত্যা করে। এবং তখন বেপরোয়াভাবে গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় একজন মহিলাকে চাপা দিয়ে মেরে চলে যায়। মিন্টু'র কি শাস্তি হবে?অাইনে দন্ডের বিষয়টা কিভাবে দেখবে??

✔ ✔প্রথম অংশ দন্ডবিধির ৩০০ ধারার ব্যতিক্রম ১ এর অাওতায় পড়ে। এতে বলা হয়েছে " অপরাধজনক প্রাণহানি খুনের শামিল হবে না,যদি মারাত্মক ও অাকস্মিক প্ররোচনার ফলে অপরাধী অাত্মসংযম হারাইয়া ফেলেন এবং যেই ব্যক্তি প্ররোচনা দান করিয়াছে, সেই ব্যক্তির মৃত্যু ঘটায় কিংবা ভুলক্রমে বা দূর্ঘটনাক্রমে অন্য কোন ব্যক্তির মৃত্যু ঘটায়"
▶তাই প্রথম অপরাধের জন্য মিন্টুর যাবজ্জীবন বা ১০ বছর পর্যন্ত যে কোন মেয়াদের কারাদন্ডে এবং অর্থদন্ডে দন্ডনীয় হইবে।( ফাঁসি হবে না যদি মারাত্মক ও অাকস্মিক প্ররোচনার ফলে অপরাধী অাত্মসংযম হারাইয়া ফেলেছেন মর্মে প্রমাণ করা যায়)
▶অার বেপোয়ারাভাবে বা তাচ্ছিলের সহিত গাড়ি চালানোর জন্য ৩০৪(খ) ধারায় অভিযুক্ত হবে,যার জন্য ৫ বছর পর্যন্ত কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড হতে পারে

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩

মাহমুদুর রহমান বলেছেন: বিষয়টা খুবই ক্রিটিক্যাল।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৫

এম টি উল্লাহ বলেছেন: সেটাই

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বেপোয়ারাভাবে বা তাচ্ছিলের সহিত গাড়ি চালানোর জন্য
মৃত্যু ঘটে এক্ষেত্রে আইন টি সঠি ক ভাবে হলো না.....

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৭

কাওসার চৌধুরী বলেছেন: জানলাম; ভাল লাগলো৷ +++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

চাঙ্কু বলেছেন: আইচ্ছা

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: আপনি কি আইনজীবি?

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

এম টি উল্লাহ বলেছেন: জানি না তবে, আইনি কাজ দিয়েই জীবিকা নির্বাহ করি।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এটাকেই বলে, আইনের ফাঁক ফোকর!;)

@ বেপোয়ারাভাবে বা তাচ্ছিলের সহিত গাড়ি চালানোর জন্য ৩০৪(খ) ধারায় অভিযুক্ত হবে,যার জন্য ৩ বছর পর্যন্ত কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড হতে পারে
,শাস্তি ৩ বছর থেকে ৫বছর করা হয়েছে।


@মিন্টু হঠাৎ বাসায় এসে দেখে ২০ বছর বয়স্ক তার ছোটবোন এক যুবকের সংঙ্গে ঘনিষ্ট ও অাপোষ প্রবণ অবস্হায় রয়েছে।এমন পরিস্হিতিে সে রাগান্বিত হয়ে ওঠে এবং উভয় কে চুরির(ছুরির) অাঘাতে হত্যা করে।
..আমি যদি বলি, এটা হত্যাকান্ড(হোক সেটা রাগে)। লোকটির শাস্তি যাবৎজ্জীবনও হতে পারে।
(বোনের বয়স ১৮এর উপর। আর কোন অপরাধের শাস্তি আদালত দিবে।)


সবাইকে প্রতিউত্তর করুন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

জাহিদ অনিক বলেছেন: না না না-- রাগান্বিত হয়ে জেদের বশে খুন করাকে আমি লঘু অপরাধ ভাবতে পারছি না। পেনাল কোড অনুযায়ী হত্যার সাজা হওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.