নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

আমি এম টি উল্যাহ। আইনি উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী।www.facebook.com/mohammad.toriqueullah , Email- [email protected]

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

উকিলদের নিয়ে অহেতুক কৌতুক

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

♦ কার পেশা আগে এসেছে

কার পেশা আগে এসেছে— এ নিয়ে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার আর একজন উকিল খোশগল্পে মেতেছেন।
ডাক্তার বললেন, ‘সবার আগে মানুষ এসেছে। আমরা মানুষের রোগ নিয়ে কাজ করি, তাই চিকিৎসা পেশাটাই সবচেয়ে প্রাচীন। ’প্রকৌশলী কিছুতেই মানতে রাজিনন, ‘কিন্তু মানুষ আসার আগে তো তাদের ঘরবাড়ি বানাতে হয়েছে নাকি! তাহলে তো ইঞ্জিনিয়ারই আগে আসে। ’
এবার উকিলের পালা—‘তো মশাই, বাড়ি বানানোর আগে তো মামলা-মোকদ্দমা করে মানুষ কে জমির মালিক হতে হয়েছে, তাই না? তাহলে এবার আপনারাই বলুন, কার পেশাটা আগে আসে?’

♦ চোরের মা’র ৫০০ সাক্ষী
উকিল বলছেন চোরকে, ‘তুমি বলছ তুমি নিরপরাধ, অথচ পাঁচজন সাক্ষী বলছে তারা তোমাকে দোকান থেকে ঘড়িটা চুরি করতে দেখেছে।’
চোর: হুজুর, আমি এমন ৫০০ জনকে হাজির করতে পারব, যারা আমাকে চুরি করতে দেখেনি!

♦ কিছু বলার আছে
উকিল: মাননীয় আদালত, সব তথ্যের ভিত্তিতে এটা নিঃসন্দেহে প্রমাণিত যে, আমার মক্কেল জনাব ছক্কু সম্পূর্ণ নির্দোষ।ব্যাংক ডাকাতির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। অতএব, তাঁকে বেকসুর খালাস দেওয়া হোক।
বিচারক: তথ্য-প্রমাণের ভিত্তিতে জনাব ছক্কুকে বেকসুর খালাস দেওয়া হলো।জনাব ছক্কু, আপনার কি কিছু বলার আছে?
ছক্কু: আমাকে কি ব্যাংকের টাকাগুলো ফেরত দিতে হবে?

♦ এক ডজন উকিল
একজন শিক্ষক গেছেন নাপিতের দোকানে চুল কাটাতে। চুল কাটা শেষে নাপিত বললেন, ‘আপনি একটি মহৎ পেশায় নিয়োজিত। আপনার কাছ থেকে আমি টাকা নেব না স্যার।’
শিক্ষক খুব খুশি হলেন।পরদিন সকালে নাপিত দোকানে এসে দেখেন, দোকানের সামনে শিক্ষক এক ডজন বই রেখে গেছেন। সেদিন চুল কাটাতে এল এক পুলিশ। চুল কাটা শেষে নাপিত বললেন, ‘আপনি জনগণের সেবক। আপনার কাছ থেকে কী করে টাকা নিই? ’পুলিশ খুশি হয়ে পরদিন নাপিতের দোকানের সামনে এক ডজন কমলা রেখে গেলেন।
পরদিন নাপিতের দোকানে এলেন এক উকিল। নাপিত উকিলের কাছেও টাকা রাখলেন না। বললেন, ‘আপনি ন্যায়ের জন্য লড়াই করেন। আপনার কাছে আমি টাকা নেব না, স্যার।’
পরদিন দেখা গেল নাপিতের দোকানের সামনে-------- হাজির!!!(জাস্ট ফান)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পড়লুম। মজার।



আপনি আজকেই ৬টি পোস্ট দিয়েছেন।
বোঝা যাচ্ছে যথেষ্ট পরিশ্রম করছেন। এর জন্য সাধুবাদ।

আইনি পোস্টে অনেকের অনেক কিছু জানার থাকে, প্রশ্ন থাকে। যারা মন্তব্য করে, হ্যাঁ না কিছু একটা বলে তো প্রতিউত্তর করতে হবে, নাকি??

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

এম টি উল্লাহ বলেছেন: হ্যাঁ। চেষ্টা করি দিতে।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পলিটিশিয়ানরা এসে হাজির হয় কোনটায়?

আপনার একটা পোস্টে একটা প্রশ্ন করেছিলাম উত্তর পাই নি। কমেন্টের উত্তর দেয়া হলো সৌজন্য।

একই সাথে প্রথম পাতায় একাধিক পোস্ট না থাকা ভালো। এটা ব্লগীয় নিয়ম ভাঙ্গার মধ্যে পড়ে।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: আমার হাসি পায় না।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০

এম টি উল্লাহ বলেছেন: পজেটিভ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.