![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস অসমাপ্ত জবানবন্দী, নিরু, গায়েবি শৃঙ্খল, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’ ও ‘একাত্তরের অবুঝ বালক’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
১| 'অাসিফ' তার অাইনজীবী 'জলি' কে জানান "অামি একটি জাল দলিল ব্যবহার করে সম্পত্তির দখল নিতে চাই এবং অামার পক্ষে এ বিষয়ে একটি দেওয়ানি মামলা দায়ের করার জন্য অাপনাকে অনুরোধ করছি"। এই তথ্যটি জলি একটা সময়ে অাদালতের নিকট প্রকাশ করে দেয়।জলি কি তথ্যটি প্রকাশ করার অধিকার রাখে??
✔সাক্ষ্য অাইনের ১২৬ ধারা অনুযায়ী পেশা সংক্রান্ত মক্কলের তথ্য প্রকাশ করা যাবে না।তবে,বেঅাইনি কিংবা অপরাধমূলক উদ্দেশ্য সাধন কল্পে পদত্ত সংবাদ প্রকাশ করা নিষিদ্ধ নয়।তাই জলির অপরাধ হবেনা।
২| 'সুবর্ণা' বলে 'জাহেদ' 'ফাহাদ' কে হত্যা করেছে।সুবর্ণা অাদালতের নিকট 'জাহেদ'
এর শাস্তির জন্য রায় কামনা করে।জাহেদ যে ফাহাদ কে হত্যা করছে তা প্রমাণের দায়িত্ব কার??
✔অাইন অনুযায়ী জাহেদ যে ফাহাদ কে হত্যা করেছে বলে সুবর্ণা অভিযোগ তুলছে সুতারাং সুবর্ণা কেই তা প্রমাণ করতে হবে অাদালতের কাছে।
সাক্ষ্য অাইনের ১০১ ধারা অনুযায়ী যে ব্যাক্তি কোন কিছু দাবি করে অাদালতের রায় কামনা করে, তার দাবীর বিষয় উক্ত দাবিদার কে প্রমাণ করতে হবে।
-এম টি উল্যাহ
০১৭৩৩ ৫৯৪ ২৭০
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ভাল
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: জানলাম।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
কেতন বলেছেন: এইসব কাজীর গরু দেখে আমাদের কোন লাভ নেই।
বাস্তবে আসিফ যদি ছাত্রলীগ নেতা হয়, তবে আইনে তার কিচ্ছু হবেনা, উল্টো জলি ফেঁসে যাবে।
আর সুবর্ণা যদি প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের বেয়াইয়ের চাচাত বোনের তালতো ভাইয়ের ভাগ্নি হয়, তাইলে কোন প্রমাণের দরকার হবেনা - তার মুখের কথাই যথেষ্ট।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩
চাঙ্কু বলেছেন: ঠিক আছে!