নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

আমি এম টি উল্যাহ। আইনি উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী।www.facebook.com/mohammad.toriqueullah , Email- [email protected]

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

>>>কারাগারে বন্দীদের সাথে দেখা- সাক্ষাত সংক্রান্ত কিছু নির্দশনা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৮



➡আত্মীয়-স্বজনরা হাজতী বন্দীর সাথে ১৫ দিন অন্তর অন্তর একবার করে দেখা করতে পারে ;
➡আত্মীয়-স্বজনরা কয়েদী বন্দীর সাথে মাসে একবার দেখা করতে পারে ;
➡ডিটেন্যু ও নিরাপদ হেফাজতী বন্দীদের সাথে দেখা করতে হলে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও আদালতের অনুমতি প্রয়োজন ;
➡ দেখা-সাক্ষাৎ সর্বোচ্চ ৩০ (ত্রিশ) মিনিটের মধ্যে শেষ করতে হয়
এবং
সর্বোচ্চ ০৫ (পাঁচ) জন এক সাথে একজন বন্দীর সাথে দেখা করতে পারে।
➡বন্দীদের সাথে দেখা করার জন্য কোন প্রকার টাকা পয়সা লেন-দেন নিষিদ্ধ(বাস্তবতা যদিও!!!)
➡মোবাইল, মদ, গাঁজা, হেরোইন, ফেনসিডিল, নেশাজাতীয় ট্যাবলেট, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ধারালো অস্ত্র, টাকা-পয়সা, রান্না করা খাবার ইত্যাদি নিয়ে সাক্ষাত-কক্ষে প্রবেশ করা নিষিদ্ধ।
➡বন্দীদের সাথে তার কৌসুলীর দেখা-সাক্ষাতের সুযোগ পান প্রয়োজনমত।
➡বন্দীদের সাথে সাক্ষাৎ করার জন্য জেল সুপার বরাবরে আবেদন করতে হয়।
যারা আবেদনপত্র লিখতে সক্ষম নন তাদের সহায়তা করার জন্য রিজার্ভ গার্ডে কর্তব্যরত কর্মচারীর স্লিপের মাধ্যমে দেখা করার সুযোগ পায়।
➡নির্দিষ্ট সময়ের পূর্বে বা পরে দূর-দূরান্ত থেকে আগত সাক্ষাৎ-প্রার্থীদের সাথে বন্দীদের সাক্ষাতের জন্য সাধারণতঃ মানবিক দৃষ্টিকোণ থেকে অনুমতি প্রদান করা হয়।
➡ কারাগারে আটক বন্দী অথবা কারো সম্বন্ধে কোন তথ্য জানতে চাইলে কারাগারের প্রধান ফটকের সামনে অবস্থিত রিজার্ভ গার্ডে কর্তব্যরত প্রধান কারারক্ষীর সাথে যোগাযোগ করতে হয়।
➡সাক্ষাৎ-প্রার্থীদের সহজে এবং ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সরবরাহের লক্ষ্যে প্রত্যেক কারাগারে ১টি করে ক্যান্টিন/দোকান চালু রয়েছে।
➡সাক্ষাৎ-প্রার্থী কর্তৃক বন্দীদের জন্য দেয় মালামাল যথাযথভাবে ও যত্ন সহকারে বন্দীর নিকট পৌঁছানো নিশ্চিত করার বিধান রয়েছে।
(জেল কোড অনুযায়ী লিখা)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

ভাইয়ু বলেছেন: জেনে ভাল লাগলো৷ আমার কারাগার নিয়ে অনেক বেশি কৌতুহল...

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: বন্ধীদের সাথে দেখা করতে গেলে টাকা লাগে। পাসপোর্ট করতে গেলে যেমন পুলিশ ভেরিফিকেশনের নামে টাকা দিতে হয় ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

এম টি উল্লাহ বলেছেন: ভালো বলেছেন।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

কেতন বলেছেন: গার্ডরা টাকা পয়সার জন্য একদম ছেঁকে ধরে। সামান্য খাবার পৌঁছে দিতে ৫০০/৬০০ টাকা ব্যয় করতে হয়।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

এম টি উল্লাহ বলেছেন: যথাযথ তথ্য। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.