নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

আমি এম টি উল্যাহ। আইনি উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী।www.facebook.com/mohammad.toriqueullah , Email- [email protected]

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

১৪৪ ধারা কী?আইনত কে,কখন,কিভাবে জারি করতে পারেন?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৯


ম্যাজিস্ট্রেট যদি মনে করেন কোন এলাকায় শান্তি ভংগ বা উৎপাতের আশংকা আছে তাহলে তিনি তৎক্ষণাৎ উক্ত এলাকায় ১৪৪ ধারা জারি করতে পারেন। যেমন- একই স্থানে, একই দিনে দুই পলিটিকাল দল সমাবেশের আহবান করেছে। তখন মারামারি হতেই পারে। মারামারি মানেই শান্তি ভংঙ্গ। সুতরাং ১৪৪ জারি করা যেতে পারে।
✔এটি ব্যক্তি বিশেষ বা কোন স্থানে ঘন ঘন যাতায়াতকারি ব্যক্তি বিশেষের প্রতি হতে পারে।

কে ১৪৪ ধারা জারি করতে পারেন?

১।জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি
২ যে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়।

⏩কোন আইনে আছে?
✔কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮। ধারা-১৪৪
⏩কোন ক্ষমতাবলে তিনি জারি করেন?
✔১৪৪ ধারা জারি ম্যাজিস্ট্রেট এর নির্বাহী বা ডিসক্রিশনারি ক্ষমতা। অর্থাৎ তিনি ইচ্ছা করলে ১৪৪ ধারা জারি করতে পারেন আবার নাও পারেন। আবার কারও আবেদনের প্রেক্ষিতেও করতে পারেন।

সীমাবদ্ধতা :
▶মহানগরী এলাকায় ১৪৪ ধারা জারি প্রযোজ্য নয়।
⏩১৪৪ ধারার মেয়াদ:
▶ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে জারিকরা ১৪৪ ধারার প্রদত্ত আদেশ যেদিন থেকে জারি করা হয় সেদিন থেকে ৬০ দিন বলবৎ থাকবে উক্ত এলাকায়। তবে এর আগেও যে কোন সময় তা প্রত্যাহার করা যাবে।
জরুরি পরিস্থিতিতে ১৪৪ ধারা একতরফা ভাবে জারি করা যায়।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

রাকু হাসান বলেছেন: আপনি খুব ভাল টপিকে লিখেন । সময় করে বেশ কিছু লেখা পড়তে আসবো । শুভকামনা ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

এম টি উল্লাহ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

এম টি উল্লাহ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: জানতে পারলাম। ধন্যবাদ

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

এম টি উল্লাহ বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

আবু মুহাম্মদ বলেছেন: নতুন কিছু জানানোর জন্য ধন্যবাদ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

এম টি উল্লাহ বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: যত জানছি ততই বিচলিত হয়ে পড়ছি।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

এম টি উল্লাহ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.