নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

দলিল জালিয়াতি কি ও কিভাবে হয়?কোথায় যাবেন এর বিচারের জন্য।সহজ বিশ্লেষণ, ব্যাখা, উদাহরণ সহ জেনে নেওয়া যাক

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৬



কাউকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য পাশ্ববর্তী প্রতিবেশী অথবা স্থানীয় প্রভাবশালী লোকেরা নিজের নামে দলিল তৈরী করে প্রকৃত ব্যক্তির সম্পত্তিতে তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে জালিয়াতির মাধ্যমে। জমি-জমা সংক্রান্ত দলিলসহ বিভিন্ন দলিলের জালিয়াতির ঘটনাও অহরহ ঘটছে এবং এ সংক্রান্ত মামলা-মোকদ্দমার সংখ্যাও দিন দিন বাড়ছে। জালিয়াতির মাধ্যমে কোনো দলিল সম্পাদন করে লোক ঠকানো, প্রতারণা বা অন্যায়মূলক কাজে সহায়তাদান আইনের দৃষ্টিতে একটি গুরুতর অপরাধ ।
▶জালিয়াতি সংশ্লিষ্ট আইন ও ব্যাখা:
▶ দন্ডবিধি ১৮৬০ এর ৪৬৩ ধারা হতে ৪৭৭ ধারা পর্যন্ত জ্বালিয়াতি সম্পর্কিত বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে ।
◾ দলিলটি যদি সম্পুর্ণ বা আংশিক মিথ্যাভাবে তৈরী করা হয় তাহলে একে জ্বালিয়াতি বলা যাবে।
◾সম্ভাব্য জ্বালিয়াতি সংঘটনের প্রস্তুতিকে জালিয়াতি বলা যায়না।
▶দন্ডবিধি ৪৬৩ ধারা অনুসারে:
➡ যদি কোন ব্যক্তি জনসাধারণের বা কোন ব্যক্তি বিশেষের ক্ষতিসাধনের কিংবা
কোন দাবি বা স্বত্ব প্রতিষ্ঠার কিংবা কোন ব্যক্তি কে তার সম্পত্তি ত্যাগে প্রকাশ্য
বা
অনুক্ত চুক্তি সম্পাদনে বাধ্য করবার কিংবা কোন প্রতারণা যাতে প্রতারণা বা যাতে প্রতারণা সংঘটিত হতে পারে, তার উদ্দেশ্যে কোন মিথ্যা দলিল বা দলিলের অংশবিশেষ প্রণয়ন করে, তবে উক্ত ব্যক্তি জালিয়াতি করেছে বলে গন্য হবে
▶ধারা : ৪৬৪- মিথ্যা দলিল প্রণয়ন :
উদাহরণ:
◾জেনেপা একটি সম্পত্তি বিক্রয় করে তা জলি কে অর্পণ করে। জেনেপা পরে জলিকে তার সম্পত্তি হতে বঞ্চিত করবার উদ্দেশ্যে সে একই সম্পত্তি ইসরাত এর কাছ কাছে হস্তান্তর সম্পর্কে একটি দলিল প্রণয়ন করে। তার উদ্দেশ্যে জলি কে প্রদানের ছয় মাস আগেই [সম্পত্তিটি বাদলকে প্রদান করা হয়েছে এরকম বিশ্বাস সৃস্টি করা। জেনেপা জালিয়াতি করেছে।

⏩জালিয়াতির শাস্তি:
যদি কোন ব্যক্তি জালিয়াতি করে, তবে উক্ত ব্যক্তি দুই বত্সর পযর্ন্ত মেয়াদের যে কোন বর্ণনার কারাদন্ডে বা অর্থদন্ডে বা উভয়দন্ডে দন্ডিত হবে।
বিশ্লেষণ:
কোন ব্যক্তি যদি দলিল লিখন ও সহি সম্পাদনের কাজে সম্পৃক্ত না থাকে তাকে জালিয়াতির অপরাধে দন্ড দেওয়া যায়না। বাদী পক্ষকে জালিয়াতির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে।
▶ধারা: ৪৬৮। প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি:
যদি কোন ব্যক্তি প্রতারণা করবার উদ্দশ্যে কোন জাল দলিল প্রণয়ন বা জালিয়াতি করে, তবে উক্ত ব্যক্তি সাত বত্সর পর্যন্ত মেয়াদের কারাদন্ডে দন্ডিত হবে এবং অথর্দন্ডে ও দন্ডিত হবে।
বিশ্লেষণ:
এই ধারায় বর্ণিত অপরাধটি গুরুতর ধরনের অপরাধ। কোন ব্যক্তি প্রতারণা করবার উদ্দেশ্যে যদি দলিল জাল করে তাহলে ৪৬৮ ধারায় অপরাধ সম্পন্ন হবে। বাস্তবে প্রতারণা না করলেও দন্ড দেওয়া যাবে। প্রতারণার উদ্দেশ্যে ব্যবহারের অভিপ্রায়ে জাল দলিল সৃষ্টি করবার অপরাধে দন্ডিত হবে। ক্ষেত্র বিশেষে আসামীর দন্ড পরিবর্তন হতে পারে ।
▶ধারা: ৪৭০।
প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে সম্পূর্ণ বা আংশিক প্রস্তুতকৃত যে কোন মিথ্যা দলিল "জাল দলিল"বলে গণ্য হবে।
▶ধারা: ৪৭১।
যে ব্যক্তি কোন দলিলকে জাল বলে জানে বা বিশ্বাস করে অথবা জাল বলে বিশ্বাস করবার যথেষ্ট কারণ থাকা সত্বেও একে খাঁটি বলে ব্যবহার করে বা ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করে সেই ব্যক্তি ৪৭১ ধারার বিধান অনুযায়ী দন্ডিত হবে। জালিয়াতির অপরাধে ৪৬৫ ধারায় দুই বত্সরের কারাদন্ড বা বিধান রয়েছে ।
কোথায় যাবেন প্রতিকারের জন্য:
যখন কোন ব্যক্তির জায়গা জমির দলিল জালিয়াতির মাধ্যমে লঙ্ঘিত হয়, তখন সে ব্যক্তি সরাসরি আদালতের মাধ্যমে ফৌজদারী মামলায় যেতে পারে নিজস্ব আইনজীবি নিয়োগের মাধ্যমে।
আর যদি আর্থিক ক্ষমতা না থাকে সেক্ষেত্রে বিভিন্ন এন.জি.ও এর মাধ্যমে যারা বিনামূল্যে মামলা করে থাকে তাদের সাহায্য নিতে পারেন।

-এম টি উল্যাহ
০১৭৩৩ ৫৯৪ ২৭০
www.facebook.com/mohammad.toriqueullah

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৩

তারেক ফাহিম বলেছেন: শেষাংশে সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৫

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৫

এম টি উল্লাহ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯

নূর আলম হিরণ বলেছেন: আমাদেরকে জানানোর আপনার এই অভিপ্রায় অব্যাহত থাকুক।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৫

এম টি উল্লাহ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯

সূর্যালোক । বলেছেন: পোস্ট ভালো ,সাথে নিজের ব্রান্ডিং হচ্ছে । বিজ্ঞাপন ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৬

এম টি উল্লাহ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: ঘুরেফিরে আপনার এক ছবি দেখতে-দেখতে আর ভালো লাগে না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৬

এম টি উল্লাহ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

৬| ২৭ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৯

MD Anisul Haque বলেছেন: আমার দাদার মৃত্যুর পর আমার বড় জেটু ৪২শতক জমি দলিল করে ওনার নিজের নামে।
দলিল টা অন্য একজন ব্যাক্তি আমার দাদা সেজে জমি দলিল করে দেয়।
এখন আমার প্রশ্ন হলো ঐ☝️দলিল তো সবে ঠিক আছে, কিন্তু দলিলে আমার দাদার কোন টিপ সই নেই।
আমার দাদার কোন ভোটাট আইডি কার্ড হয় নি। কোন দলিল নেই, তাহলে আমি এখন কিভাবে মামলা আগাবো, প্লিজ কেউ আমাকে হেল্প করুন।

৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৪

এম টি উল্লাহ বলেছেন: আপনার দাদার মৃত্যুর পর যে দলিলটি হয়েছে তা প্রমাণ করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.