| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এম টি উল্লাহ
	উপন্যাস অসমাপ্ত জবানবন্দী, নিরু, গায়েবি শৃঙ্খল, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’ ও ‘একাত্তরের অবুঝ বালক’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
  
জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ জাতীয় পতাকা ব্যবহারের বিধি-বিধান বর্ণিত হয়েছে। 
ইচ্ছা করলেই যে কেউ গাড়িতে পতাকা ব্যবহার করতে পারেন না।নিম্নবর্ণিত ব্যাক্তিদের অধিকার রয়েছে।
▶ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোটরগাড়ি, নৌযানে ও বিমানে বাংলাদেশের পতাকা উত্তোলনের অধিকারী।
▶ তা ছাড়া আইনানুযায়ী:
➡ জাতীয় সংসদের স্পিকার, 
➡ডেপুটি স্পিকার,
➡ কেবিনেট মন্ত্রী,
➡ কেবিনেট মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি, ➡চিপ হুইপ,
➡সংসদের বিরোধীদলীয় নেতা, 
➡প্রধান বিচারপতি, 
➡বহির্বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন 
বা 
কনস্যুলার মিশনের প্রধান তাঁদের মোটরগাড়ি ও নৌযানে পতাকা উত্তোলনের অধিকারী। 
➡প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিরা ও উপমন্ত্রী রাজধানীর বাইরে ভ্রমণকালে কিংবা বহির্বিশ্বে মোটরগাড়ি অথবা জলযানে পতাকা ব্যবহার করার অধিকারী হবেন।
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:১৫
এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
২| 
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:৫০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রিক্সাওয়ালারা স্টিকার জাতীয় যে পতাকা ব্যবহার করে সেটা কি এই বিধানের বাইরে??
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:১৬
এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। হ্যাঁ সেটা বিধানে নাই।
৩| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ২:০৬
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:১৬
এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
৪| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ২:৪৬
চাঙ্কু বলেছেন: কিন্তু পতাকাতো সবাই ব্যবহার করতে পারার কথা!!
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:১৬
এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
৫| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: জানলাম।
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:১৬
এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
৬| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:২৭
টাকাওয়ালা বলেছেন: লাইক...
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:১৭
এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:৩৮
সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।