নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

আমি এম টি উল্যাহ। আইনি উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী।www.facebook.com/mohammad.toriqueullah , Email- [email protected]

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

দান/হেবা দান করা সম্পত্তি কি ফেরত নেয়া যায়?মুসলিম ও হিন্দু অাইনের বিধান কি এই বিষয়ে?

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৯

ধরুন, কাউকে কিছু দান করলেন। এখন কি সেই দান আপনি প্রত্যাহার করে নিতে পারবেন? একবার স্বেচ্ছায় দান করার পর তা প্রত্যাহার করা আইনে খুব শক্ত।
মুসলিম আইনে দখল প্রদানের আগে যে কোনো সময়ে দাতা কর্তৃক হেবা বাতিল করা যেতে পারে। কারণ দখল প্রদানের আগে দান আদৌ সম্পূর্ণ হয় না। সুতরাং দান বা হেবা বাতিল করতে হলে সেটি দখল অর্পণের আগেই করতে হবে।
দখল অর্পণের পরও প্রদত্ত দান কিছু ক্ষেত্রে বাতিল করা যেতে পারে। তবে সেসব ক্ষেত্রে আদালতের ডিক্রি আবশ্যক।
সেই অবস্থাগুলো হলো:
⏩স্বামী কর্তৃক স্ত্রীকে এবং স্ত্রী কর্তৃক স্বামীকে যখন কিছু দান করা হয়;
⏩যখন নিষিদ্ধ ধাপের মধ্যে সম্পর্কিত একজন অন্যকে দান করে (যেমন যখন বাবা তার মেয়েকে দান করেন);
⏩দানগ্রহীতা যখন মারা যাবে;
⏩যে কোনো কারণেই হোক যখন প্রদত্ত বস্তুর মূল্য বেশি হবে অথবা এমনভাবে পরিবর্তিত বা রূপান্তরিত হবে যে তার আসন্ন আকৃতি শনাক্ত করা যাবে না;
⏩ যখন দাতা দানের বিনিময়ে কিছু গ্রহণ করবে।
উল্লেখ্য, এ অবস্থাগুলোয় দখল অর্পণ করা হয়ে গেলে, আদালতের ডিক্রি ছাড়া দান বাতিল করা যাবে না।
দাতা কর্তৃক প্রদত্ত কোনো দান বাতিল করা যেতে পারে কিন্তু তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা ওই দান বাতিল করতে পারবে না।
▶একবার দখল অর্পিত হলে আদালতের ডিক্রি ছাড়া প্রদত্ত দান বাতিল করা যাবে না। দান বাতিলের জন্য দাতার ঘোষণা কিংবা তা আবার গ্রহণের উদ্দেশে কোনো মামলা করলে তা দানটি বাতিলের পক্ষে যথেষ্ট বিবেচিত হবে না। যতক্ষণ পর্যন্ত কোনো ডিক্রি প্রদান করা না হবে দান গ্রহীতা দানের বিষয়বস্তুটি ব্যবহার ও হস্তান্তর করতে পারবে।
হিন্দু আইনের দান একবার আইনত সম্পন্ন হয়ে গেলে তা আর বাতিল করা যায় না। তবে দান গ্রহীতা যদি প্রতারণা করে কিংবা অবৈধ প্রতিপত্তির মাধ্যমে দানের দলিল অর্জন করে, যদি পাওনাদারকে ঠকানোর উদ্দেশে দান করা হয়, সে ক্ষেত্রে ওই দান বাতিল বা বাতিলযোগ্য বলে গণ্য হবে।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুন্দর বক্তব্য জানা হলো ধন্যবাদ
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫

এম টি উল্লাহ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: যতই জানছি, ততই বিচলিত হচ্ছি।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ

৩| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধরুন, স্বামী একটি পাঁচ ফ্ল্যাট বিশিষ্ট বাড়ি নির্মাণ করে জমিসহ স্ত্রীর নামে লিখে দিল। কয়েক বছর পরে স্ত্রী বদমায়েশি করে বাড়িটির চারটি ফ্ল্যাট তার ভাই বোনদের নামে লিখে দেওয়ার উদ্যোগ নিল। এ অবস্থায় স্বামীর কী করনীয়? আইনের আশ্রয় নিয়ে এটা কী বন্ধ করা সম্ভব? উল্লেখ্য যে, এই স্বামী স্ত্রীর দুইটি প্রাপ্তবয়স্ক পুত্র সন্তান রয়েছে।

সমাধান দিলে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬

এম টি উল্লাহ বলেছেন: সম্ভব। তবে আরো বিস্তারিত জেনে পরিপূর্ণ সমাধান দিতে কোগজপত্র দেখতে হবে। প্রয়োজনে ০১৭৩৩ ৫৯৪ ২৭০

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.