নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
আমার নোয়াখালী অঞ্চলের মুক্তিযুদ্ধ ভিত্তিক ঐতিহাসিক উপন্যাস ‘একাত্তরের অবুঝ বালক’। এটি আমার তৃতীয় গ্রন্থ।
নোয়াখালী অঞ্চলের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ঘটনাবলীর আলোকে রচিত হয়েছে এই উপন্যাস। ইতিহাসের সত্য ঘটনা তুলে আনার মাধ্যমে সময়ের নির্মোহ বয়ান ফুটিয়ে তোলা হয়েছে গ্রন্থে।
উপন্যাসটিতে ইতিহাসের নির্মোহ বয়ানে একটি স্বতন্ত্র ধারা সংযোজন করার চেষ্টা করা হয়েছে। উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলে প্রতিটি তথ্য সূত্র বর্ণিত হয়েছে রেফারেন্স আকারে এবং ইতিহাসের ধারাবাহিকতায় সাহিত্যের রূপ প্রদান করা হয়েছে।
বইটির ঐতিহাসিক গুরুত্বের কারণে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য চর্চা ও গবেষণার ক্ষেত্রে ভিন্ন মাত্রার গুরুত্ব বহন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
আমার ‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’ নামক মুক্তিযুদ্ধ বিষয়ক আরেকটি বই ২০১৭ সালের বইমেলায় জাগৃতি প্রকাশনীতে থেকে প্রকাশিত হয়।
এবারের বইটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। উপন্যাসটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। গ্রন্থমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে মিজান পাবলিশার্স-এর ৩৫৩-৩৫৫ নম্বর স্টলে ও বাংলা একাডেমির লিটল ম্যাগ চত্বরে স্বপ্নিল প্রান্তরের স্টলে পাওয়া যাচ্ছে। মূল্য : ২২৫ টাকা।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: আমি কোথায় যেন দেখেছি এ বইটি সম্পর্কে।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৩
হাবিব বলেছেন: বইটির জন্য শুভকামনা
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওকে,
সোহরাওয়ার্দী উদ্যানঃ
মিজান পাবলিশার্স-এর ৩৫৩-৩৫৫ নম্বর স্টলে
আর, বাংলা একাডেমির লিটল ম্যাগ চত্বরে স্বপ্নিল প্রান্তরের স্টল।
মূল্য : ২২৫ টাকা।