নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
নোয়াখালী অঞ্চলের মুক্তিযুদ্ধ ভিত্তিক ঐতিহাসিক উপন্যাস "একাত্তরের অবুঝ বালক" । নোয়াখালী অঞ্চলের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ঘটনাবলীর অালোকে রচিত এই উপন্যাসে ইতিহাসের সত্য ঘটনা তুলে অানার মাধ্যমে সময়ের নির্মোহ বয়ান ফুটিয়ে তোলার ক্ষেত্রে ইতিহাসের একটি স্বতন্ত্র সংযোজন করার চেষ্টা করা হয়েছে। উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলে প্রতিটি তথ্য সূত্র বর্ণিত হয়েছে রেফারেন্স অাকারে এবং ইতিহাসের ধারাবাহিকতায় সাহিত্যের রূপ প্রদান করা হয়েছে। বইটির ঐতিহাসিক গুরুত্বের কারণে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য চর্চা ও গবেষণার ক্ষেত্রে ভিন্ন মাত্রার গুরুত্ব বহন করে।
বইটি ঘরে বসে পেতে কল করুন ০১৭৩৩ ৫৯৪ ২৭০ নম্বরে।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে বই কেউ কিনে না। হাতে গোনা কয়েকজন কিনে।
আপনি এই বই সত্যিকার পড়ুয়াদের অথবা কোনো লাইব্রেরীতে ফ্রি দেওয়ার ব্যবস্থা করুন।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৭
ডার্ক ম্যান বলেছেন: নিজের বই এইভাবে প্রশংসা করলেন???