নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

আমি এম টি উল্যাহ। আইনি উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী।www.facebook.com/mohammad.toriqueullah , Email- [email protected]

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আমদানি ও রপ্তানি সার্টিফিকেট করতে যা যা লাগে

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৩

দেশে আমদানি এবং রপ্তানি এই দুই কাজের জন্য সরকার বিশেষ দুই লাইসেন্স দিয়ে থাকে। আর এই লাইসেন্স করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনেক স্বচ্ছ এবং নিরাপদ। নিচে বিস্তারিত দেয়া হলো।

**আমদানি-রপ্তানি নিবন্ধন সনদপত্রের জন্য যা যা লাগবেঃ
১) ট্রেড লাইসেন্সের ফটোকপি

২) টিআইএন সার্টিফিকেটের কপি

৩) স্মারকলিপি এবং অ্যাসোসিয়েশন এর নিবন্ধনের কপি (কোম্পানির যদি থাকে)

৪) অংশীদারি চুক্তি নিবন্ধন কপি (যদি অংশীদারি কারবার হয়)

৫) ব্যাংক সচ্ছলতা সার্টিফিকেট

৬) ট্রেজারি চালানের প্রধান কপি

৭) মালিকের তিন কপি ছবি (একক মালিকানাধীন হলে)

৮) ব্যবস্থাপনা পরিচালকের তিন কপি ছবি (কোম্পানি হলে)

৯) কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ঢাকা চেম্বার থেকে বা উদ্বেগ ব্যবসা এসোসিয়েশন থেকে সদস্যপদ সার্টিফিকেট

১০) উদ্যোক্তার জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট কপি

আমদানি নিবন্ধন ফি
শ্রেণী
বার্ষিক আমদানি মূল্য (টাকা)

নিবন্ধন ফি (টাকা)

নবায়ন ফি (টাকা)

পুরাতন নতুন পুরাতন নতুন পুরাতন নতুন পুরাতন
প্রথম ১ লাখ ৫ লাখ ১৮০০ ৫০০০ ১৭০০ ৩০০০
দ্বিতীয় ৫ লাখ ২৫ লাখ ৩০০০ ১০০০০ ২৩০০ ৬০০০
তৃতীয় ১৫ লাখ ৫০ লাখ ৪৮০০ ১৮০০০ ৩৫০০ ১০০০০
চতুর্থ ৫০ লাখ ১ কোটি ৯৫০০ ৩০০০০ ৬৭০০ ১৫০০০
পঞ্চম ১ কোটি ৫ কোটি ১৭৫০০ ৪৫০০০ ১১০০০ ২২০০০
ষষ্ঠ ১ কোটি বেশি ৫ কোটির বেশি ২৩০০০ ৬০০০০ ১৭০০০ ৩০০০০
রপ্তানি নিবন্ধন ফি
নিবন্ধন ফি (টাকা) নবায়ন ফি (টাকা)
৭০০০ ৫০০০
ইন্ডেন্টর (Indentor) নিবন্ধন ফি
নিবন্ধন ফি (টাকা) নবায়ন ফি (টাকা)
৪০০০০ ২০০০০

যোগাযোগের ঠিকানাঃ
ঠিকানা: 111-113, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-1000.
ই-মেইল: controller.chief@yahoo.

- এম টি উল্যাহ
আইনজীবী
০১৭৩৩৫৯৪২৭০

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এক সপ্তাহর উপর হয়ে গেল,
শুধু মাত্র আপগ্রেড রিনিউয়াল হবে
অথচ তাই মিলছে না ,
এখন আবার অনলাইন পদ্ধতি, তদবির করার সুযোগ নাই ।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: দুনিয়াতে কত অপ্রয়োজনীয় জিনিস আছে জানার জন্য।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: দরকারি পোষ্ট। শুভেচ্ছা নিন।

০২ রা অক্টোবর, ২০২০ রাত ১:২৮

এম টি উল্লাহ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জানাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.