নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

আমি এম টি উল্যাহ। আইনি উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী।www.facebook.com/mohammad.toriqueullah , Email- [email protected]

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

দেওয়ানী মামলা সংক্রান্তে কিছু মৌলিক তথ্য

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১২:৪১

কোন বিষয়ে অধিকারের দাবি বা ক্ষতিপূরণের দাবির জন্য যে মামলা করা হয় তাকে দেওয়ানী মামলা বলে।
নিচের মামলাগুলি দেওয়ানী মামলাঃ

**পারিবারিক মামলা:
যেমন : দেনমোহর, ভরণপোষণ, বিবাহ বিচ্ছেদ/তালাক(ডিভোর্স), পারিবারিক সম্পর্কের পুনরুদ্ধার, দত্তক, উত্তরাধিকার, সন্তানের হেফাজত ইত্যাদি;

**চুক্তি নিয়ে মামলা;
যেমন : টাকা পাওয়ার মামলা, চুক্তির শর্ত মানার মামলা ইত্যাদি

**সম্পত্তি দখল বা অধিকার নিয়ে মামলা
**স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার (ইনজাংশন) মামলা
**দলিল সংশোধন (ভুল থাকলে ঠিক করা) ও বাতিল করার মামলা
**জমি-জমা নিযে আরও মামলা; যেমন : নামজারি (মিউটেশন), নামখারিজ ইত্যাদি

**দেওয়ানী মামলা দায়েরর স্থান ও পদ্ধতিঃ

দেওয়ানী মামলাগুলো ধরণ বুঝে বিভিন্ন আদালতে করতে হয়। যে মামলা যে আদালতে করার নিয়ম আছে, সেই আদালতের কর্মকর্তার কাছে আবেদন করে মামলাটি করা যায়। জমি-জমা সম্পর্কিত মামলাগুলো সাধারণত জেলা জজ আদালতের সহকারী জজ আদালত অথবা যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করতে হয়। পারিবারিক বিরোধের মামলা পারিবারিক আদালতে দায়ের করতে হয়। যিনি মামলা করার আবেদন করেন তিনি বাদী, আর যার বিপক্ষে মামলা করেন তিনি বিবাদী। বাদীর আবেদনের পর আদালত সমন দেন। সমনের পর বিবাদী লিখিত জবাব দেন। এরপর আদালত বাদী এবং বিবাদী দুই পক্ষকে আদালতে ডেকে তাদের অভিযোগ এবং জবাব শোনেন। সবশেষে আদালত তার রায় বা মামলার ফলাফল জানান।

**একটি দেওয়ানী মামলায় প্রয়োজনীয় দলিলপত্রঃ

>জমির ক্রয়-বিক্রয় মূল দলিলসহ বায়া-দলিলসমূহ ( মালিকানার প্রমাণস্বরূপ)
>সি.এস/এস.এ/আর.এস/বি.এস(মহানগর) খতিয়ান/পর্চা
>নামজারি হয়ে যাওয়ার পর রেজিষ্ট্রি অফিস থেকে পাওয়া নকল
সর্বশেষ পরিশোধকৃত খাজনার রশিদ [দখলের প্রমাণ হিসেবে]
>আইনগত অবস্থা/মর্যাদার অধিকার সংক্রান্ত মামলায় দাবির স্বপক্ষে কাগজপত্র ( নিয়োগপত্র, রেজুলেশন, অফিস আদেশ-এর নকল)
>পারিবারিক মামলায় কাবিননামা, জন্ম সনদ (বার্থ সার্টিফিকেট), ডেথ সার্টিফিকেট (উত্তরাধিকার মামলায়, নামজারি ও নাম খারিজ)

- এম টি উল্যাহ
আইনজীবী
০১৭৩৩৫৯৪২৭০

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ২:৩৩

অনল চৌধুরী বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
সবার জানা উচিত।

২| ০৩ রা অক্টোবর, ২০২০ ভোর ৫:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পোস্টটি প্রিয়তে নিলাম (ভবিষ্যতে কাজে লাগতে পারে)। ধন্যবাদ জনাব এম টি উল্লাহ।

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১২:০৩

এম টি উল্লাহ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:৪৭

শোভন শামস বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সবার জানা উচিত।

৪| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৮:৩৮

নতুন নকিব বলেছেন:



খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। সবার জানা উচিত। ধন্যবাদ জনাব এম টি উল্লাহ।

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১২:০৪

এম টি উল্লাহ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৫| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ১১:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
দেওয়ানি মামলায় কোর্ট খুব বেশী মনে হয়। এসব ফি কিভাবে নির্ধারিত হয়?

৬| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
দেওয়ানি মামলায় কোর্ট ফি খুব বেশী মনে হয়। এসব ফি কিভাবে নির্ধারিত হয়?

উপরের কমেন্টটি মুছে দিন।

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১২:০৩

এম টি উল্লাহ বলেছেন: এটা জমির/দলিলের মূল্যমান অনুপাতে হয়

৭| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: জানলাম অনেক কিছু।

৮| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৮:০৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনি কমেন্টের প্রতি উত্তর করেন না!

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১২:০৪

এম টি উল্লাহ বলেছেন: চেষ্টা করি ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.