নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

আমি এম টি উল্যাহ। আইনি উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী।www.facebook.com/mohammad.toriqueullah , Email- [email protected]

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

নারীরা সাইবার ক্রাইম/অপরাধের শিকার হলে করণীয়

১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২২

সাইবার অপরাধের শিকার নারীরা যাতে সহজে এবং ভয়ভীতিহীনভাবে অভিযোগ জানাতে ও প্রতিকার চাইতে পারে, সে জন্য আজ 'পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন' নামে একটি অফিসিয়াল ফেসবুক পেইজ চালু করা হয়েছে।

এক্ষেত্রে অভিযোগকারী নারী নিজের পরিচয় গোপন রেখেও নিজের ওপর সংঘটিত অপরাধ সম্পর্কে তথ্য দিতে এবং প্রতিকার চাইতে পারবেন।

ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে পুলিশ।

কী কী অপরাধ সম্পর্কে অভিযোগ জানানো যাবেঃ

সাইবার জগতে যত ধরণের অপরাধের মুখে পড়েন নারীরা তার সব সম্পর্কেই অভিযোগ জানাতে পারবেন।

যেমন:
ব্যক্তিগত ছবি, ভিডিও ছড়িয়ে দেয়া
ফেসবুক আইডি হ্যাক
ব্যক্তিগত ছবি, ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি
ছবি, ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে অর্থ আদায়
ব্ল্যাকমেইলিং
ছবি বা ভিডিও এডিট করে ছড়িয়ে দেওয়ার হুমকি
সুপার ইম্পোজ ছবি
পর্নোগ্রাফি
ছবি দিয়ে আপত্তিকর কনটেন্ট বা ফেক আইডি তৈরি
সাইবার বুলিয়িং
ফোন নম্বর ছড়িয়ে দেওয়া
হয়রানিমূলক এসএমএস, মেইল বা লিংক পাঠানো
কীভাবে অভিযোগ জানাতে হবে

নতুন এই ইউনিটে অভিযোগ জানাতে হলে একজন ভুক্তভোগী দেশের যেকোনো প্রান্ত থেকে ইমেইল করে বা হটলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।

অভিযোগ জানানোর জন্য নিম্নোক্ত উপায়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে

Police Cyber Support for Women PCSW নামে ফেসবুক পেইজে মেসেজ দিয়ে অভিযোগ জানাতে হবে
[email protected] এই ঠিকানায় ইমেইল করা যাবে
পুলিশ সদর দফতরের ০১৩২০০০০৮৮৮ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে
হটলাইন নম্বর ৯৯৯ এ ফোন করেও অভিযোগ করা যাবে।

****সাইবার অপরাধ বা সাইবার ক্রাইমে আক্রান্ত হলে সরাসরি মামলা করার ক্ষেত্রে করণীয় :

করণীয় বা প্রতিকার দুই ভাবে পেতে পারেনঃ
১। থানায় এজাহার দায়েরের মাধ্যমে মামলা করে
২। সরাসরি সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করে।

থানায় এজাহার দায়েরের মাধ্যমে মামলা করার ক্ষেত্রে করণীয়ঃ
প্রমাণগুলো সঠিকভাবে কালেক্ট করা। বাচাই করে সেগুলো প্রিন্ট করে ফেলা। স্ক্রিন ভিডিও এবং লিংকসহ প্রমাণ যোগাড় করা। তারপর থানায় যাবেন। অভিযোগ দায়ের করবেন।

কোনো কারণে যদি থানা মামলা না নেয় তখন আইনজীবীর সহায়তা নিয়ে সরাসরি সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করতে হবে।

## এক্ষেত্রে আইনী সহায়তায় যোগাযোগ করতে পারেন।
এম টি উল্যাহ
আইনজীবী
০১৭৩৩ ৫৯৪ ২৭০

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:১৮

সোহানী বলেছেন: প্রয়োজনীয় তথ্য। সবারই জানা উচিত, বিশেষকরে মেয়েদের।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৮

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০৯

জ্যাকেল বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই ব্যাপারে গণসচেতনতা বাড়াইলে খুব ভাল হয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৮

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৪

শেরজা তপন বলেছেন: থানায় এজাহার দায়ের করলে- নারী বাদীর পক্ষে অবশ্যই নারী পুলিশ ওথবা ডিবি'র তদন্ত করা উছিত।
পুরুষদের(আইনশৃঙ্খলা বাহিনী) হাতে নারীদের আরো অনেক হেনস্থার স্বীকার হতে হয়- তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচির' মত অবস্থা হয়।
প্রয়োজনীয় পোষ্ট।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৮

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫১

আমি তুমি আমরা বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট। অনেক ধন্যবাদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৮

এম টি উল্লাহ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.