নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

আমি এম টি উল্যাহ। আইনি উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী।www.facebook.com/mohammad.toriqueullah , Email- [email protected]

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বায়না করেছেন কিন্তু জমি/ফ্ল্যাট রেজিষ্ট্রি করে না দিলে করণীয়

২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১:৪১


জমি বা ফ্ল্যাট নিয়ে বায়না করেছেন কিন্তু বিক্রেতা এখন জমি রেজিষ্ট্রি করে না দিয়ে নানারককম তালবাহানা করছেন। এক্ষেত্রে আপনার করণীয় কি তা নিয়ে আইনের সুস্পষ্ট বিধান রয়েছে। আপনি চাইলে বিক্রেতাকে
বায়না দলিল অনুযায়ী জমি রেজিষ্ট্রি করিয়ে দিতে বাধ্য করতে পারবেন কিংবা ক্ষতিপূরণ আদায় করতে পারবেন। এ মামলাকে চুক্তি প্রবলের মামলা বা এনফোর্সমেন্ট অব কনট্যাক্ট মামলা বলা হয়ে থাকে।

বায়নানামা করার পর অর্থাৎ চুক্তি সম্পাদনের পর কোন পক্ষ যদি চুক্তির শর্ত লঙ্ঘন করে বা চুক্তি অস্বীকার করে তাহলে ভুক্তভোগী পক্ষ সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ এর ১২ ধারা মতে আদালতে চুক্তি প্রবলের মামলা করতে পারেন।
তবে এক্ষেত্রে জেনে রাখা ভালো,
মামলা করতে হলে চুক্তি সম্পাদনের তারিখ হতে বা চুক্তি অস্বীকারের তারিখ হতে এক বছরের মধ্যে করতে হবে।
এবং
এ আইনের ২১ এ ধারার বিধান অনুসারে আদালতের মাধ্যমে চুক্তি বলবৎ করতে হলে দুটি শর্ত পূরণ করতে হবে;


১। চুক্তি বা বায়না নামাটি লিখিত ও রেজিস্ট্রিকৃত হতে হবে;
২। বায়নার অবশিষ্ট টাকা আদালতে জমা দিতে হবে।

২০০৫ সালের আগে বায়না দলিল রেজিস্ট্রি না করলেও চলতো। এখন রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক। যদি বায়না দলিলটি রেজিষ্ট্রেশন করা না হয় থাকে সেক্ষেত্রে ফৌজদারি আদালতে দন্ডবিধির ৪২০ ধারায় মামলা করা যাবে।

চুক্তি রদের জন্য কি বিক্রেতা মামলা করতে পারবেন?

হ্যাঁ। জমি মালিক ১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৫ ধারায় মামলা করতে পারেন। বায়নাগ্রহীতা জমি বিক্রি টাকা পরিশোধ করে জমি লিখে নিতে গড়িমসি করলে বিষয়টি জানার বা বুঝতে পারার তারিখ হতে ৩ বছরের মধ্যে চুক্তি রদের মামলা করতে হয়।

- মোহাম্মদ তরিক উল্যাহ
আইনজীবী
০১৭৩৩৫৯৪২৭০

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:১১

শেরজা তপন বলেছেন: প্রয়োজনীয় পোষ্ট। ধন্যবাদ

২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৫২

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৯

শাহ আজিজ বলেছেন: আমার আত্মীয় আমার জমি ক্রয়ের উদ্দ্যেশ্যে বায়না করে । প্রায় ৪ বছর হতে চলল তার পক্ষ থেকে কোন উদ্যোগ নেই । আমি বায়নার টাকা তামাদি ঘোষণা করতে পারি বা ফেরত দিতে পারি । কিন্তু ইত্যবসরে আমার প্রচুর ক্ষতি হয়েছে সে ব্যাপারে কি করতে পারি । যেমন বায়নার কথা অনেকেই জানে ফলে আমি এটা বিক্রয় করতে পারছি না । বায়নাপত্র নন রেজিস্ট্রি ভুক্ত , নোটারি কৃত ।

২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৫৩

এম টি উল্লাহ বলেছেন: ক্ষতিপূরণ সহ বায়না বাতিলের মামলা করতে পারেন

৩| ২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা ৫ বন্ধু কিছু জমি কিনেছি একই দলিলে।
কেনার সময় এক বন্ধু ছিলো বিদেশে। তার পিতার নাম দলিলে ভুল হয়েছে।
এখন কি করতে হবে?

২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৫৪

এম টি উল্লাহ বলেছেন: ভ্রম সংশোধন দলিল করে নিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.