নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

আমি এম টি উল্যাহ। আইনি উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী।www.facebook.com/mohammad.toriqueullah , Email- [email protected]

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মামলার মূল্যমান তথা কোর্ট ফি নির্ধারণের নিয়ম

০৯ ই মে, ২০২২ সকাল ১০:১২


আদালতের এখতিয়ার এবং প্রদেয় কোর্ট ফির পরিমান নির্ধারনের উদ্দেশ্যে দেওয়ানী মামলার মূল্য বা প্রার্থিত প্রতিকারের বা মামলার বিষয়বস্তুর মূল্য দেখাতে হয় । একে মামলার মূল্যমান (valuation of the suit) বলে । মামলার সঠিক মূল্য নির্ধারন করা হয়েছে কিনা এবং সঠিক কোর্ট ফি দেয়া হয়েছে কিনা তা দেখার দায়িত্ব আদালতের ।

কোনো মামলার মূল্যমান এবং প্রদেয় মূল্যানুপাতিক কোর্ট ফির হার কিভাবে নির্ধারিত হবে তা Court Fees Act, ১৮৭০ এর ৭ ধারার বিভিন্ন উপ-ধারায় বর্নিত আছে :-

১. ৭ ধারার (১) ও (২) উপধারা অনুযায়ী টাকার মামলায় দাবীকৃত টাকাই হলো মামলার মূল্যমান ।

২. ৭ ধারার (৩) উপধারা অনুযায়ী টাকা ব্যতীত অস্হাবর মামলা যার বিষয়বস্তুর বাজার মূল্য আছে সেই বাজার মূল্য অনুসারে মামলার মূল্য নির্ধারিত হবে ।

৩. ৭ ধারার (৪) উপধারার ক্লজ (সি), (ডি), (ই) এবং (এফ) অনুযায়ী আনুসঙ্গিক প্রতিকার (consequential relief) সহ ঘোষনামূলক মামলা, নিষেধাজ্ঞা মামলা, জমি সংক্রান্ত বর্তসত্বের মামলা এবং হিসাব সংক্রান্ত মামলায় আরজিতে উল্লেখিত প্রতিকারের মূল্য অনুসারে মামলার মূল্য নির্ধারিত হবে । তবে এই সব মামলার এমন মূল্য নির্ধারন করা যাবে না যার advalorem court fee ৩০০/- র নিচে হয় ।

৪. ৭ ধারার (৫) উপধারা অনুযায়ী জমি/বাড়ীর দখল সংক্রান্ত মামলায় জমি বা বাড়ীর বাজার মূল্য বা মামলা দায়ের করার আগের ১৫ বছরে এই জমি হতে আয় এর ১৫ গুন ধরে মামলার মূল্যমান নির্ধারিত হবে ।

৫. ৭ ধারার (৬) উপধারা অনুযায়ী অগ্রক্রয়ের অধিকার প্রতিষ্ঠার মামলায় নালিশী জমি/ বাড়ীর মূল্য অনুসারে মামলার মূল্য নির্ধারিত হবে ।

৬. ৭ ধারার (৬এ) উপধারা অনুযায়ী সত্ব ঘোষনা সহ এজমালী সম্পত্তি বণ্টন এবং খাস দখল পাওয়ার মামলায় বাদীর অংশের বাজার মূল্য অনুসারে মামলার মূল্য নির্ধারিত হবে ।

৭. ৭ ধারার (৮) উপধারা অনুযায়ী ডিক্রি রদের মামলায় তর্কিত ডিক্রি নির্ধারিত মূল্যমানের হয়ে থাকলে সেই মূল্যই হবে মামলার মূল্য । আর তর্কিত ডিক্রি নির্ধারিত মূল্যমানের না হয়ে থাকলে আগের মামলায় যে কোর্ট ফি দেয়া হয়েছে এই মামলাতেও সেই একই কোর্ট ফি প্রদেয় ।

৮. ৭ ধারার (৯) উপধারা অনুযায়ী বন্ধকী সম্পত্তি বন্ধক মুক্ত করা (redemption of mortgage) এবং বন্ধকী সম্পত্তি বন্ধক খালাসের অধিকার হরণের (foreclosure of mortgage) মামলায় বন্ধকী দলিলে উল্লেখিত কর্জের টাকা অনুসারে মামলার মূল্য নির্ধারিত হবে ।

৯. ৭ ধারার (১০) উপধারা অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় চুক্তিকৃত পণ অনুসারে মামলার মূল্য নির্ধারিত হবে ।

১০. ৭ ধারার (১১) উপধারা অনুযায়ী ভাড়াটিয়া উচ্ছেদের মামলায় মামলা দায়ের করার আগের ১ বছরের ভাড়ার সমান মামলার মূল্য নির্ধারিত হবে ।

Court Fees Act, ১৮৭০ এর ৮গ ধারা অনুযায়ী আদালত যদি মনে করে যে আরজিতে মামলার যে মূল্যমান দেয়া হয়েছে তা সঠিক নয় তাহলে আদালত সঠিক মূল্যমান নির্ণয় করতে এবং মূল্যমান পরিবর্তন করতে পারবেন ।

কোর্ট ফি সংক্রান্ত বিষয়াদি সংক্ষেপে

১।টাকা মামলা- এডভেলরেম

২। ক্ষতিপুরণ সংক্রান্ত মামলা-এডভেলরেম

৩।বাজার মূল্য আছে এরকম স্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলা- এডভেলরেম

৪।বাজার মূল্য নেই এরকম স্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলা- এডভেলরেম

৫। দখল পুনরুদ্ধার সংক্রান্ত সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলা-অর্ধেক এডভেলরেম

৬। নিষেধাজ্ঞার মামলা-এডভেলরেম

৭। মুসলিম আইনের অধীনে অগ্রক্রয়-এডভেলরেম

৮। দলিল রদ সংক্রান্ত-এডভেলরেম

৯।দলিল সংশোধন সংক্রান্ত- এডভেলরেম

১০।চুক্তিরদ সংক্রান্ত- এডভেলরেম

১১।ঘোষণা মামলা পরবর্তী প্রতিকার সহ- এডভেলরেম

১২।চুক্তি প্রবলের মামলা- এডভেলরেম

১৩।ইজমেন্ট অধিকার সংক্রান্ত-এডভেলরেম

১৪। বন্ধক খালাসের মামলা-এডভেলরেম

১৫।ফোরক্লোসার সংক্রান্ত মামলা-এডভেলরেম

১৬।মোহরানা সংক্রান্ত-নির্ধারিত

১৭।ভরণপোষণ সংক্রান্ত-নির্ধারিত

১৮। দাম্পত্য অধিকার পুনরুদ্ধার সংক্রান্ত-নির্ধারিত

১৯।বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা-নির্ধারিত

২০। অভিভাবকত্ব সংক্রান্ত মামলা-নির্ধারিত

২১।সাধারণ ঘোষনা সংক্রান্ত মামলা-নির্ধারিত

২২।বাটোয়ারা ও পৃথক দখল সংক্রান্ত মামলা-এডভেলরাম

২৩।অগ্রক্রয় মামলা ৯৬ ও ২৪ ধারায়-নির্ধারিত

২৪।সাধারন ঘোষণা সংক্রান্ত মামলা-নির্ধারিত

২৫।জমি, ভবন ও বাগান দখল পুনরুদ্ধার সংক্রান্ত মামলা-এডভেলরাম

২৬।সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার দখল পুনরুদ্ধার সংক্রান্ত মামলা-এডভেলরাম

২৭।ভাড়া মামলা-এডভেলরাম

২৮।ডিক্রী রদের মামলা-এডভেলরাম

২৯।ঘোষণা ও নিষেধাজ্ঞা একত্রে-এডভেলরাম

৩০আপিল ও রিভিশন

*

৩১।ক্রোক রদের মামলা-এডভেলরাম

৩২।ধারা ৭(i-xi) বহির্ভূত মামলা- এডভেলরাম

৩৩।বেদখল অবস্থায় ঘোষণা মামলা-এডভেলরাম


৩৪। দখলে থাকাবস্থায় ঘোষণা মামলা-নির্ধারিত

কোর্ট ফি নির্ধারণের সাধারণ পদ্ধতি : কোনো মোকদ্দমার মূল্যমানের ওপর বা দাবির মূল্যমানের ওপর কোর্ট ফি নির্ণয় করা হয়ে থাকে। তায়দাদের ওপর ২% এবং উক্ত ২% এর ওপর ১৫% ভ্যাট- এভাবেই কোর্ট ফি নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ মোট (২% + ২% এর ১৫%= কোর্ট ফি)


মানি স্যুট বা অর্থঋণ মোকদ্দমার কোর্ট ফি নির্ধারণ পদ্ধতি : মানি স্যুট বা অর্থঋণ মোকদ্দমার ক্ষেত্রে সর্বনিম্ন কোর্ট ফি হলো ৩০০ টাকা এবং সর্বোচ্চ কোর্ট ফি হবে ৫০,০০০/- টাকা। তাহলে ভ্যাট সহ ৫৭,০০০/-

দেওয়ানি মোকদ্দমা : দেওয়ানি মোকদ্দমার সর্বনিম্ন কোর্ট ফি হবে ৩০০ টাকা এবং সর্বোচ্চ কোর্ট ফি হবে ৪০,০০০ টাকা।তাহলে ভ্যাট সহ ৪৬,০০০/-

সাকসেশন মোকদ্দমা : সাকসেশন উত্তরাধিকার মোকদ্দমায় ২০,০০০ টাকা পর্যন্ত ফ্রি। পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত ১% এবং পরবর্তী ১৫,০০,০০০ টাকা পর্যন্ত্ম ২%। যেমন : কোনো মোকদ্দমার তায়দাদ ধরি ১৫,০০,০০০ টাকা। এর কোর্ট ফি হবে ১৫,০০,০০০ টাকার ২%=৩০,০০০ টাকা ৩০,০০০ টাকার ১৫%= ৪,৫০০ টাকা। মোট কোর্ট ফি লাগবে ৩০,০০০+৪,৫০০=৩৪,৫০০ টাকা

** আইনজীবী মোহাম্মদ তরিক উল্যাহ
০১৭৩৩৫৯৪২৭০

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:১৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: উপকারী তথ্যগুলো জেনে ভালো লাগলো।

১০ ই মে, ২০২২ রাত ১১:০৩

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই মে, ২০২২ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: মামলা মোকদ্দমা এই বিষয় গুলো আমি একেবারেই বুঝি না। আউলা লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.