নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
এইতো সেদিন চেম্বারে বসে জনাব তারেক রহমানের বক্তব্য শুনতেছিলাম। সমাবেশে ভালো করে শুনতে না পারায় চেম্বারে এসে পুনরায় শোনার আয়োজন। সাথে থাকা জাতীয়তাবাদী ঘেঁষা আইনজীবী বন্ধুটি আনমনে বলেই ফেললেন, 'আরে ভাই! লিডার তো দেখি অসাধারণ বক্তব্য দেয়। পজিটিভ রাজনীতির চর্চা করেন। ' (অবশ্য এখন পরীক্ষিত কর্মী নয় এমন ঘেঁষাদের ঘেঁষাঘেঁষিতে টিকে থাকা দায়!)। বাস্তবতা হলো এমনই। সাধারণ মানুষ বা জাতীয়তাবাদী ঘেঁষা তো দূরের কথা আমরা যারা জাতীয়তাবাদী কর্মী তারাও প্রকৃতপক্ষে লিডারকে কতটুটু শুনি? কতটুকু ধারণ ও বিশ্লেষণ করি? ওয়ান ইলেভেনের সরকার এবং তৎপরবর্তীতে ফ্যাসিস্ট রিজম মিলে সবচেয়ে অপপ্রচারের শিকার হয়েছেন জনাব তারেক রহমান। যার ফলে তারেক রহমান প্রসঙ্গ আসলেই সাথে সাথে সমালোচনা ডেলিভারি, যেন সমালোচনা সবার ঠোঁটে রেডি থাকতো।
বিগত আঠারো বছর পুরো রাষ্ট্রযন্ত্র, সুশীল-সমাজ, টিআইবি, সরকার দলীয় থিংক ট্যাংক (প্রোপাগান্ডা উইং) , দেশী-বিদেশী লবিস্ট ফার্ম মিলে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রোপাগান্ডা করলেও কামিয়াবি হতে পারলো না। অথচ, স্বাধীনতা–উত্তর সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য দেশের কাঁধে চেপে বসা স্বৈরাচার নামক জগদ্দল পাথরের বিরুদ্ধে প্রায় দেড় যুগ ধরে জাতীয় আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি যে নৈপুণ্য দেখিয়ে সফলতা অর্জন করেছেন। স্বৈরাচার হটানোর পর দৃঢ়তার সাথে দলীয় শৃঙ্খলা আর ইতিবাচক রাজনীতির যে চর্চা করে চলছেন তাও নতুন প্রজন্মকে অবাক করে দিচ্ছে। দলীয় নেতাকর্মীদের ঢাকডোল পিটিয়ে মাইকিংয়ে নয় বরং স্ব-মহিমায় উদ্ভাসিত জননেতা। এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমানের কর্মী হিসেবে আমরা কি পারছি নিজেদের শোভিতকরতে?
শুভ জন্মদিন জনাব তারেক রহমান, অপেক্ষায় বাংলাদেশ।
তাই আসুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক তর্ক-বিবাদে না জড়িয়ে কিংবা ওমুক গ্রুপ তমুক গ্রুপের পিছনে না লেগে জাতীয়তাবাদের চর্চা করি৷ নতুন প্রজন্মকে দলকে জানার সুযোগ সৃষ্টি করি।
- মোহাম্মদ তরিক উল্যাহ (MT Ullah)
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
[email protected]
২| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
শাহিন-৯৯ বলেছেন:
বিএনপি টিকে আছে এ দেশের মধ্যমপন্ত্রী মানুষের সমর্থন আছে বলে, তাদের যাওয়ার মত আর দল নেই এই জন্য এখনো এই দলে জনসমর্থন টিকে আছে।
৩১ দফা কত কিছু বলা আছে, কোথাও তো লিখেনি দল পরিবারতন্ত্র থেকে বের করবো? এক পরিবার এক নেতা (বাবা-মা-সন্তান= পরিবার) এই কথা কেউ বলছে না? কারোর পিতা যদি এমপি হয় সে ছাত্র সংগঠন বলুন আর যুব সংগঠন বলুন তার বড় পদ পাওয়া কোন ব্যাপার? কোন এমপি মারা গেলে সেই আসন থেকে তার বউ অথবা সন্তানকে নমিনেশন দেওয়া হয় এটা গণতন্ত্র হয় কিভাবে? বাকি নেতার কি করবে? ফলে তাদের টাকা কামায় জানে পদ পরিবারে আটকানো তাই কামাও আর কামাও। আপনি আইনজীবি এই সব নিয়ে সচ্চার হোন।
আপনি উচ্চ শিক্ষিত, যোগ্য বলুন তো বিএনপির যে পদ্ধিতে নেতা নির্বাচন হয় সে পদ্ধিতে আপনি কখনো দলের প্রধান হতে পারবেন? পারবেন না আপনার সেই পথ বন্ধ অতএব আপনি চেষ্টা করবেন আখের?
৩| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২২
প্রামানিক বলেছেন: সাধারণ মনুষ বিএনপি করে
৪| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২২
সৈয়দ কুতুব বলেছেন: গুগলে ৫৭ বছর দেখায় কেন?
৫| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
মিরোরডডল বলেছেন:
সোনাগাজী বলেছেন:
বেগম জিয়া ছেলেকে বুকে নিয়েছেন, চোখে ও মুখে সেই আনন্দ; আর ডাকাতের চেহারাটা মায়ের বুকে কুমীর!
মন্তব্য পড়ে এই মধ্যরাতেও উচ্চস্বরে হাসলাম
Very funny!
অনেকেই দেখি তারেকের বর্তমান সময়ের কথা শুনে বলে অনেক পরিবর্তন হয়েছে, ভালো হয়েছে।
কিন্তু তার এই ভালোমানুষি, সেটা যে সাময়িক এবং ক্ষমতা ফিরে পাবার লোভে না, সেই নিশ্চয়তা কোথায়!!!
এদের সবাইকে এখন ক্ষমতালোভী আর স্বার্থপর মনে হয়।
যাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ একবার প্রতারিত হয়েছে, তাদেরকে আর কখনোই সুযোগ দেয়া ঠিক হবে না।
সেটা বিএনপি অথবা আওয়ামীলীগ যেই দলের হোক না কেনো।
৬| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩২
মিরোরডডল বলেছেন:
শাহিন-৯৯ বলেছেন:
কোন এমপি মারা গেলে সেই আসন থেকে তার বউ অথবা সন্তানকে নমিনেশন দেওয়া হয় এটা গণতন্ত্র হয় কিভাবে?
Good question.
৭| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: মিররডল আমনে কারে চান?
৮| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১:০৭
সোনাগাজী বলেছেন:
@মিরোরডডল ,
আমার সেই সুন্দর মন্তব্যটাকে মুছে দেয়া হয়েছে।
৯| ২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০০
মিরোরডডল বলেছেন:
কি মনে হয় খেলাঘর, কেনো ডিলিট করেছে?
আমিতো ওটাকে পিওর বিনোদন হিসেবেই নিয়েছি।
মুছে দেয়া মানে ব্লগ কর্তৃপক্ষ সম্ভাব্য প্রাইম মিনিস্টারকে হয়তো ডাকাত বা কুমির বলা পছন্দ করেনি
এনিওয়ে, খেলাঘরকে দেখলাম ওয়ার্নিং দেয়া হয়েছে।
সো, সতর্কতার সাথে কমেন্ট করবে প্লিজ।
১০| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৯
আদিত্য ০১ বলেছেন: মিস্টার টেন পার্ছেন্ট যিনি ২০০১-২০০৬-এ সবকিছুতে টেন পার্ছেন্ট চাদা নিতেন, খাম্বা তারেক, এবার সময় পেলে দেশের সবকিছুতে একশ পার্ছেন্ট চাদা বসাবেন তা হাওয়া ভবনে পৌছে দেওয়ার জন্য আর গিয়াসুদ্দিন আল মামুনকে দিয়ে দেশে বনগুলায় গাছ কেটে খাবেন
১১| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৬
আদিত্য ০১ বলেছেন:
১২| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫
আদিত্য ০১ বলেছেন:
১৩| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৬
আদিত্য ০১ বলেছেন:
১৪| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৫
এসো চিন্তা করি বলেছেন: আমি নতুন আমার লেখা পড়বেন আর সাপোর্ট করবেন ভাই ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩
শাহিন-৯৯ বলেছেন:
২০০১ সালে বাংলাদেশ প্রথম দূর্নীতিতে চ্যাম্পিয়ান হয় ধরে সে বছর লীগের শেষ সময় ছিল আর বিএনপির কয়েকমাস কিন্তু পরবর্তী বছরগুলো কেন বিএনপি দূর্নীতি কমাতে পারেনি? কেন চ্যাম্পিয়ান হয়েছিল?