নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস অসমাপ্ত জবানবন্দী, নিরু, গায়েবি শৃঙ্খল, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’ ও ‘একাত্তরের অবুঝ বালক’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

দুদকের নোটিশ পেলে করণীয়

১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৬


দুর্নীতি দমন কমিশন (দুদক) যে কোনো ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ ইস্যু করতে পারে। যেটাকে ২৬ ধারার নোটিশ বলা হয়ে থাকে (২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(১) ধারায় কোনো ব্যক্তিকে নোটিশ দিয়ে থাকে দুদক) । সহায়-সম্পত্তির ঘোষণার নোটিশ পেলে তা নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী আকারে দাখিল করতে হয়। এই সংক্রান্তে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এ একটা নির্ধারিত ফরম রয়েছে। যাহা ফরম-৬ নামে পরিচিত

স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী হলো ব্যক্তির বা সরকারি কর্মকর্তা-কর্মচারীর মালিকানাধীন সকল স্থাবর (যেমন জমি, বাড়ি) এবং অস্থাবর (যেমন নগদ অর্থ, শেয়ার, গাড়ি) সম্পত্তির একটি তালিকা, যেখানে সেগুলোর উৎস ও আর্থিক মূল্য উল্লেখ করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) যে কোনো ব্যক্তির সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারির পর যদি নোটিশপ্রাপ্ত ব্যক্তি তাতে সাড়া না দেন বা হিসাব জমা না দেন তাহলে সে ব্যক্তির ৩ বছর সাজা হতে পারে মামলার কারণে।
মানে যে ব্যক্তিকে নোটিশ দেয়া হলো তিনি হিসাব জমা না দেয়ায় ‘নন সাবমিশন’ মামলার আসামি হলেন। কিন্তু তার দুর্নীতিলব্ধ সম্পদের তো তদন্ত হলো না। বিচার তো পরের কথা। কারণ কমিশন নোটিশ জারির আগে ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পদ রয়েছে মর্মে স্থির বিশ্বাস নিয়ে নোটিশ করেছিল।

নোটিশের জবাব না দিলে সাজা হলে সম্পত্তি রেহাই পাবে?

নোটিশ জারির পর কেউ সম্পদের হিসাব না দিলে শুধু ‘নন সাবমিশন’ মামলাই নয়, তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করতে কোনো বাধা নেই। সেক্ষেত্রে রেগুলার তদন্ত সাপেক্ষে আইনী প্রক্রিয়া চলবে।

তাহলে নোটিশ পেলে করণীয় কী?

নোটিশ পেলে করণীয় হলো দ্রুততার সহিত আইনজীবীর সাথে পরামর্শ করে আয়কর নথির সাথে সামঞ্জস্য রেখে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এ একটা নির্ধারিত ফরমে স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিল করা (যাহা ফরম-৬ নামে পরিচিত)। এই স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিল করার উপরই অনেক কিছু নির্ভর করে।


-মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ ( কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)

লেখক- আইন বিষয়ক উপন্যাস 'নিরু, 'অসমাপ্ত জবানবন্দী' এবং 'গায়েবি শৃঙ্খল'; মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪২

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কাছে মনে হয় এখানে যারা ব্লগিং করেন তারা দুদকের নোটিশ পাওয়ার মতো। অধিকাংশ প্রবাসী এবং যারা দেশে থেকে ব্লগিং করেন উনারা চুনোপুঁটি । দুদক রাঘব বোয়ালদের করাপশ ধরার জন্য খোলা হয়েছে।

১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০০

এম টি উল্লাহ বলেছেন: জানতে তো অসুবিধে নেই। তাছাড়া সার্চ দিয়ে যে কেউ পড়তে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.