নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহমুদ তোষান

কিছুই বলার নাই। সব শেষ ।

মাহমুদ তোষান › বিস্তারিত পোস্টঃ

মিঃ ডঃ মু খুশ

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯

মিঃ ডঃ মু খুশ।

যিনি দেশের অন্তিম মুহূর্তে দেশের প্রতি ভয়ানক মায়া মমতার নিদর্শন সরূপ মুখে কুলুপ এঁটে বসে থাকতে থাকতে অস্থির হয়ে দৌরে যুক্তরাষ্ট্রে গিয়ে সম্মান আর সম্মানে ডুব দিলেন।



ভালই দেখালেন ভাই মিঃ ডঃ মু খুশ। নিজের দেশের মানুষ অজানা শংকায় প্রতিটি দিন পার করছে যখন, তখন আপনার মতন দেশের GOLDEN সন্তান নিরবতাকে বেঁছে নিলেন ??? আপনার মতন লোকতো ভাই এই দেশে থেকে তো কোন লাভ নাই। তার থেকে তো ওই জামায়াত-শিবির অনেক ভাল atleast ওরা দেশের পক্ষে বা বিপক্ষে কিছু হইলেও করে। আপনার মত GOLDEN সন্তান এইখানে থেকে কোন লাভ হবে বলে আমার মনে হয় না। তার চেয়ে বরং আপনি অইখানেই থেকে জান। মাঝে মাঝে অগা/মগা/ছগা কিছু হলেও তো পাবেন।



আর এখন কিছু অতি-উৎসাহী দেশ প্রেমিক ফেসবুক এ বসে তাকে ই-ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। অতি উৎসাহী দেশপ্রেমিক ভাইয়েরা আপনাদেরকে বলছি, দয়া করে শান্তির জন্য দেশের এক নম্বর প্রতিক(কথিত), দেশের প্রয়োজনে বিশিষ্ট মূক, ও বধির মিঃ ডঃ মু খুশ কে অভিনন্দন না জানিয়ে বরং জেলে আটক মানবতা বিরোধী নেতাদেরকে এক কেজি জিলাপি কিনে দিয়া আসেন, ওইটা খেয়ে উনারা অন্তত আপনার জন্য তো দোয়া করবে !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.