| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চ্যানেল ৭১ দেখছিলাম। ফারজানা রুপা'র একটি রিপোর্ট দেখছিলাম, রুপা রানা প্লাজার ধংশস্তুপের ভিতরে একটি মেয়ের (যে চাপা পড়ে ছিল) আর্তনাদ তুলে ধরে ছিলেন। কিছুক্ষন আগে তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারিরা, তবে তিনি আর বেঁচে নেই। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। বোন তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমরা এতটাই অসভ্য আর নির্লজ্জ যে তোমাদের এই অবস্থা কে নিয়া রাজনীতি আর তামাশা করি। কবি শামসুর রাহমান ৭১ এর রাজাকারদের নিয়া "অভিশাপ দিচ্ছি" শিরোনামে একটা কবিতা লিখেছিলেন , হয়ত কবি বেঁচে থাকলে আজ কবিতা লিখতেন, 'আমাদের অভিশাপ দাও'।
অনুগ্রহ করে বলছি আমাদের অভিশাপ দাও কেননা প্রযুক্তি নির্ভর রঙিন সভ্যতার ভীরে প্রাচীন নগ্ন সভ্যতার চেয়ে অসভ্য জাতি আমরা।
©somewhere in net ltd.