নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহমুদ তোষান

কিছুই বলার নাই। সব শেষ ।

মাহমুদ তোষান › বিস্তারিত পোস্টঃ

৪২ বছর আগের বিচার ক্যামনে করব?

০৭ ই মে, ২০১৩ রাত ২:৫৬

যখন দেশ যুদ্ধাপরাধীদের বিচারে সোচ্চার, সেসময় আসমান থেকে হেফাজত "নাস্তিকদের ফাশি চাই" বলে মাটিতে এসে পড়ল। আবার মাটিতে পরার সাথে সাথে ১৩ দফার উদয় ঘটল। ১৩ দফা নিয়ে তারা আবার ঢাকা অবরোধের ডাক দিল। আবার অবরোধ করতে এসে তারা সমাবেশ করল। সমাবেশ করতে করতে তারা অবস্থানের ডাক দিল। গভীর রাতে পুলিশের বারি খেয়ে কানে ধরে পালাল। এটা হচ্ছে তাদের সামগ্রিক অবস্থা। আরে ছাগলগুলা, একটা ভাল স্ক্রিপ্ট তো সাজায়ে নিয়া আশতে পারতি। কথা ও কাজের তো একটা মিল থাকত।



আর এখন কোথায় যুদ্ধাপরাধীদের বিচার? কোথায় গনজাগরন মঞ্চ? আমাদের আসলে ওই বিজ্ঞাপন চিত্রের মত Complane খাওয়া উচিত তাহলে অন্তত জাহাঙ্গীরের ছেলে শাহাজানের পুরা নামও বলতে পারব, আর সহজে কোন ঘটনা বা দাবী ভুলবোনা।



একটা দিক থেকে আমাদের উচিত জামাত-শিবির-হেফাজত ধন্যবাদ দেয়া। খুব সহজে এরা আমাদেরকে ২-৩ মাস আগের ইতিহাশ ভুলিয়ে দিতে সক্ষম হয়েছে। এখন আমার কথা যেই আমরা ২-৩ মাস আগে কাদের মোল্লার ফাঁসি চাই, যুদ্ধাপরাধীদের চাই বলতে বলতে গলা ফাটিয়েছি, সেই আমরা এখন হেফাজত হেফাজত করতে করতে পাগল? আরে ভাই আমরা তো ২-৩ মাস আগের কথাই তো ভুইলা যাই তো আমরা ৪২ বছর আগের বিচার ক্যামনে করব?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.