নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহমুদ তোষান

কিছুই বলার নাই। সব শেষ ।

মাহমুদ তোষান › বিস্তারিত পোস্টঃ

দেশের গুষ্টি উদ্ধার করতে. ..!

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:১২

দেশে দেশ প্রেমিকের অভাব নাই। এর প্রকৃত উদাহরন দেখা যাবে রাত ১১টার পর টেলিভিশন খুললে। রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, প্রগতিশীল, বামপন্থী, ডানপন্থী, উপরপন্থী, নিচপন্থি, দেশপন্থি, বিদেশপন্থিসহ অসংখ্য পন্থিরা প্রতিদিন টক-মিস্টি শো- তে এসে দেশ উদ্ধার করতে করতে একে অপরের উপরে পর্যন্ত উঠে পরেন। ক্যামেরার পেছনে অবশ্য তারা গলাগলি করতে করতে বাড়ি যান(টেলিভিশনে কর্মরত বন্ধুদের কাছ থেকে শোনা),



আমার কথা হল, বর্তমানে আমাদের দেশে তো কোন সমস্যা নাই। সমস্যা একটাই- নির্বাচন কে ভোট চুরি করবো আর কে তাগও গুষ্টি উদ্ধার করবো। গত ১ সপ্তাহ যাবত নির্বাচন ছাড়া কোন ইস্যু নাই !!!! গত পাঁচ বছর যাবত শুনি এ দল বি দলরে সংসদে ডাকে না তাই তারা সংসদে যায়না। আরে!! এইডা কি শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি খেলা নাকি যে উনারা না ডাকলে আপনারা জাবেন না। আর অই দিকে এ দল প্রত্তেক সপ্তাহে একটা কইরা মূলা ঝুলায় আর আল্লাহর ওয়াস্তে আখের গুছাইতাসে।



যেই দলটা চেয়ার এ বসে, সেই দলটাই দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়া- ব্যক্তি স্বার্থ আর বিদেশী স্বার্থ রক্ষার চেষ্টায় ব্যস্ত থাকতেছে।

মহাজোট সরকার আপনারাতো দেশের অনেক ঊন্নতি কইরা ফাটাইসেন, তা সুন্দরবন এ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করে দেশে কয়শ বছরের বিদ্যুৎ এর নিশ্চয়তা দিতে পারবেন? আজ প্রায় ৬-৮ মাস যাবত সুন্দরবন এর অভ্যন্তরের নৌপথ দিয়ে ইঞ্জিন চালিত যান অবিরাম চলছে আর জীববৈইচিত্রের ১২ টা বাজাচ্ছে তাতে আপনাদের কারো কোন নজরদারি নেই।



সবাই এখন ক্ষমতার পালাবদল নিয়া ভাবতে ভাবতে দেশের গুষ্টি উদ্ধার করতেসে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.