![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন তোমার চোখে তাকাই আমার রিদয়
তার স্পন্দনের ছন্দ হারিয়ে ফেলে।
তুমি আমার কাল্পনিক সপ্নের চুড়ান্ত বাস্তব
তুমি আছো বলে আমার নিরুদ্দেশ থেকে -
নিজেকে আবার আবিস্কার।
তোমার জেদ আমার ভরোসা যোগাই, হইতো
তুমি এক দিন আমাকে ভালোবাসার জেদ
ধরবে,তাই তোমাকে ভালোবাসি।
তোমার কিছু সুপ্ত অভিব্যক্তি চিতকার করে জানান
দেয় তুমি আমাকে নিয়ে কতটা হিসাব করো।
তাই তোমাকে ভালোবাসি।
তুমি বুদ্ধমতি Aferall তুমি আমাকে chus
করেছো। আবার আমার কান্না গুলোকে আড়াল
করতে তুমি তোমাকে প্রতিদিন নতুন নতুন করে
জানা আর একটু একটু করে প্রেমে পড়ায় অভিগ্যতা
এখনো অসামাপ্ত।
এরকম অসংখ্য কারন আছে আর থাকবে তোমাকে,
ভালোবাসার পেছনে,
তাই হইতো আজকের কবিতা ছন্দ পেলো না।
" তবু তোমাকেই ভালোবাসি"
©somewhere in net ltd.