![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি তুমি আমায় এখনও ভালোবাসো।
কিন্তু এখন আর ফিরে আসবে না।
কারণ
তুমি ওয়াদা করলে তা পালনও করো
তাইতো আমায় করা ওয়াদা পালন
করতে তুমি আজ অন্য কারো ঘরের গৃহিণী।
হয়তো এখন তুমি ভালোই আছো, অথবা -
কারো বুকে মাথা গুঁজে চোখের জল ঢাকো।
তখন বুঝিনি আমি তোমার মর্ম, আর এখন
শুধু চোখের জলে লিখে যাই-
ফিরে এসো-----------------------,
জানি তুমি আসবে না,তবু এ মন
তোমার অপেক্ষায় আছে।
যদি পারো এ অভাগাকে মাফ করে
দিও-------------!!!!!!
©somewhere in net ltd.