| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাটোরে ভিটামিন এ খাওয়ার পরে শিশুর মৃত্যুর অভিযোগ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় আজ শুক্রবার ভোরে মীম নামে তিন বছরের এক শিশু মারা গেছে। পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার ভিটামিন এ এবং কৃমিনাশক ওষুধ খাওয়ার পরে মীম অসুস্থ হয়ে পড়ে। আজ সে মারা যায়।
মীমের বাবা মোনায়েম জানান, তাঁর শিশু সুস্থ ছিল। ভিটামিন এ এবং কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর শিশুটির প্রচণ্ড জ্বর হয়। আজ সে মারা যায়। শিশুটির মা শাহনাজ বেগম অচেতন থাকায় তাঁর সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলা যায়নি। এলাকাবাসী জানান, অসুস্থ হওয়ার পরে হাসপাতালে না নিয়ে শিশুটিকে স্থানীয় পল্লি চিকিত্সকের কাছে নেওয়া হয়।
এ ব্যাপারে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিত্সক মোস্তাফিজুর রহমান বলেন, শিশুটির শারীরিক সমস্যা থাকায় পরিবারের অসচেতনতায় মৃত্যু হয়েছে। এ নিয়ে অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।![]()
১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫০
তৌিহদ েহােসন বলেছেন: চাইয়া থাকলেই অইত না। গুজব বন্দের আন্দোলনে যোগ দিতে হইব, খালি চাইয়া থাকে!!!!!
২|
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬
বোকা_ছেলে বলেছেন: জয় বাংলা
এই কেপসুল সকল যুদ্ধ অপরাধীদের খাওয়ানো হউক। বিচার করিয়া কাল খেপন চলিবেনা...................যত দ্রুত সম্ভব হত্যা প্রক্রিয়া শেষ করিতে হইবে।
জয় বাংলা।
ইমরান সরকার এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানাই।
জয় বাংলা
৩|
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৬
জোছনা কন্যা বলেছেন: প্রথম আলোএকটু বিলম্বে লাইনে দাড়ায়।
তাদের নিউচ পড়লে মনে হবে তারাই সত্য বাকি সব মিথ্যা
৪|
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬
shapneel বলেছেন: View this link
৫|
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮
নেক্সাস বলেছেন: নিয়ত ত্বকীর ব্যাপারেও প্রথম আলো মুখ খুলছে
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
প তে প্রথম আলো প্রথম আলো