নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌিহদ েহােসন

কমেন্ট করবার চাই।

তৌিহদ েহােসন › বিস্তারিত পোস্টঃ

দিপীকার জামায়াত কানেকশন!

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৫





সূত্র নং ১!!!!



সূত্র নং ০২!!!



আশ্চর্য খবর। তাও আবার নিশ্চিত করেছে ঢাকার কূটনৈতিক পাড়ার সূত্রগুলো। হাল আমলের বলিউডের হার্টথ্রব নায়িকা দিপীকা পাডুকোন নাকি বাংলাদেশে জামায়াতে ইসলামী নামক দলটির ব্র্যান্ড এ্যাম্বাসিডর হিসেবে কাজ করছেন। দিল্লীর সঙ্গে একটি চমৎকার সম্পর্ক গড়ে তোলার জন্য দিপীকার ইমেজকে ব্যবহার করছে জামায়াত। বিনিময়ে দিপীকাও পাচ্ছেন মোটা অঙ্কের পারিশ্রমিক। বিষয়টি নিয়ে মুম্বাই-দিল্লীর বিভিন্ন মহলে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। ডিনিউজ





সূত্রমতে, ডেনমার্কের কোপেনহেগেন এ জন্মগ্রহণকারী দিপীকা পাডুকোন কেবলমাত্র তার গ্ল্যামারস বা অভিনয় শৈলীই নয়; মোহনীয় ব্যক্তিত্ব ও আভিজাত্যপূর্ণ ব্যবহারের দ্বারা ইতিমধ্যেই ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিবীদদের সঙ্গে চমৎকার একটি সুসম্পর্ক গড়ে তুলেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন জোট, বিরোধী বিজেপিসহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় প্রভাবশালী অথচ ক্লিন ইমেজের অধিকারী রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে দিপীকার রয়েছে ব্যক্তিগত সম্পর্ক। এই সম্পর্কের কথা দিল্লী-মুম্বাইয়ের সংশ্লিষ্ট সকলেই জানেন। কিন্তু এ নিয়ে এ যাবৎ কোনো স্ক্যান্ডাল না হবার কারণে সবাই ধরে নিয়েছে যে দিপীকা অন্য আর দশটা নায়িকার মতো নন এবং যথেষ্ট প্রভাবশালী।





সাম্প্রতিককালে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও বিভিন্ন সামাজিক কাজে ব্যাপক সময় দিচ্ছেন দিপীকা। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্র্যান্ড এ্যামবাসাডর হিসেবে কাজ করছেন, যাদের কিনা ভারতের সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। এরই ধারাবাহিকতায়, ইদানিং দিপীকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দিল্লীর বিভিন্ন উঁচু মহলে একাধিক বৈঠক করেছেন বলে ঢাকার কূটনৈতিক সূত্রটি নিশ্চিত করেছে।



মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫০

আহসান২২ বলেছেন: বাংলাদেশের মানুষদের কি মাথা নষ্ট হইয়া গেলো নাকি! /:) /:)

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫

তৌিহদ েহােসন বলেছেন: মনে হয় নষ্ট হইয়া গেছে!!!

২| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪

rafiq buet বলেছেন: শুনেছিলাম। আসলেই কি সত্য ?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০০

তৌিহদ েহােসন বলেছেন: জামাতকে যে হাসীনা নিষিদ্ধ করছে না মনে হয় একদিন বের হয়ে আসবে হাসীনা ছিল জামাতের েগ্রান্ড এ্যমব্যাসেডার ! ha ha ha haaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

৩| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০১

পাইলট ভয়েচ বলেছেন: আজিব আজিব খবর পাইতেছি

৪| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তব কি জামাতে যুগ দিম নাকি!!!

এমবেসেডর তো সেইরাম ;)

কি হুনাইলেন ভাই!!!

৫| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২২

যক্ষা_রোগী বলেছেন: ভাই সানি লিওন্রে বানান যায় না??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.