নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌহিদের বাংলা ব্লগ

চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি।

ভবঘুরে তৌহিদ

চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........

ভবঘুরে তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগে নির্মানাধীন স্পপ্নের উরাল সেতুর রেলিং যেন ভেঙ্গে না পরে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

গত দুই দিন থেকে খুবই হতাশ হচ্ছি। শাহবাগের আন্দোলনের ভবিষ্যত চিন্তা করে। ভাই সবাই জানে লেবু বেশি চিপলে তিতা হবে। এত কাহিনী কেন? আন্দোলনের এতগুলো দিন অতিবাহিত হল অথচ সরকারকে আল্টিমেটাম না দিয়ে গলা ফাটিয়ে চিৎকার করেই চলেছি। আমজনতার আন্দোলন থেকে ইতোমধ্যে ৮০০ টাকা ঘন্টায় টিভিতে টক-শোর টকার হয়েছেন অনেকেই, অনেক ব্লগার আবার নিরাপত্তার জন্য গানম্যান পেয়েছেন। আর সাধারন ব্লাগাররা জীবন হাতের মুঠোয় নিয়ে শাহবাগের স্বপ্নের উরাল সেতু নির্মানের নির্মান শ্রমিকের কাজ করে চলেছেন। কিন্তু কোন অগ্রগতি চোখে পরছে না। সরকার টালমাটাল করে বাকী যুদ্ধাপরাধীদের রায় কেন পেছাচ্ছে। এর কারন কি ভিতরে ভিতরে গোপন আতাতের চেষ্টা করা হচ্ছে। মোমবাতি জ্বালানো হল, আকাশে বেলুন উরানো হল কিন্তু সরকারকে কোন আল্টমেটাম এখনো দেয়া হল না কেন? গানম্যান না পাওয়া ব্লগার সহ সকল আন্দোলনকারীদের প্রতি অনুরোধ সবাই চোখ-কান খোলা রাখেন আমাদের অনেক আকাংখিত অনেক স্বপ্নের ৪২ বছরের অপেক্ষিত উরাল সেতুর রেলিং যেন চট্টগ্রামের বহর্দ্দারহাটের মত ভেঙ্গে না পরে।

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.