![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........
শাহাবাগ আন্দোলনের কয়েকদিন পরে যখন নাস্তিক ব্লগার রাজিব খুন হল এবং শাহবাগীদের ইশারা যখন সকল সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে পতাকা উত্তোলন, নিরবতা পালন, মোমবাতি প্রজ্বলন সহ কনডোম আশাকে উরানোরমত কার্জক্রম পালন করতে বাধ্য করা হচ্ছিল তখন বুঝতে পারলাম এর মাঝে সরকারের মদদ আছে এবং এটা পুরোটাই সাজানো নাটক। তো এই নাটকের বিভন্ন এপিসোডগুলাকে যখন পরিবর্তন, পরিমার্জন, এবং সংশোধন করে নিজের ভাষায় ফেসবুকে এবং ব্লগে প্রকাশ করলাম, তখন - স্বাধীনতা পরবর্তী সময়ে মতিয়া চৌধুরীরা যেমন সার্বক্ষনীক বঙ্গবন্ধুর চামরা দিয়ে ডুগডুগী বাঁজাতে চাইতো ঠিক তেমন করে কিছু আওয়ামীলীগাররা আমার স্টাটাস গুলোর নিচে আমার চামড়া দিয়ে ডুগডুগী বাঁজানো শুরু করল।
এখন যখন বুঝতে পারছে যে না আমি ভুল বলি নাই ভুই ছিল ওনাদেরই তখন ওনারা নীতিবাক্য আওরানো শুরু করেছে এই সব অাকাজ-ফেসবুক- ব্লগে লেখালেখী বাদ দিয়ে কাজকর্মে মনোযোগ দে। জীবনে কিছু করতে পারবি। এসব করে কিছুই হবে না।
পুনশ্চঃ কাজ তো সারাজীবন করেই দেখলাম কিছুই করতে পারলাম না এখন না হয় একটু অকাজ কুকাজ করে দেখি কি হয়।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭
ভবঘুরে তৌহিদ বলেছেন: নন্দনপুরী শাহাবাগ কোন দেশ?
২| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫
ভবঘুরে তৌহিদ বলেছেন: শাহবাগ দেশ? হা হা হা।
৩| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫
ভিটামিন সি বলেছেন: ফেসবুক- ব্লগে লেখালেখী বাদ দিয়ে কাজকর্মে মনোযোগ দে। জীবনে কিছু করতে পারবি। আমিও ওতো সেই কথাই কই।
নন্দনপুরী কোন আবাল। ব্লগে গালাগালি করে। রিপোর্ট করেন। কইষ্যা কানশার নিচে চটকনা দেন।
৪| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
ভবঘুরে তৌহিদ বলেছেন: ভিটামিন সি থাক নন্দনপুরীরা বৌয়ের জাত।
৫| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২০
একলা একা বলেছেন: শাহবাগ হলে একটি ধারাবাহিক নাটক। যা প্রযোজনায় আছে ভারতীয় গোয়েন্দা সংস্তা "র" এবং পরিচালনায় আছে বাংলাদেশ আওয়ামি লীগ(BAL)
প্রধান চরিত্রে ডাঃ ইমরান এবং আরো অভিনয়ে ---- তা তো দেখতেই পাচ্ছেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭
নন্দনপুরী বলেছেন: তোরমত জারজ ই পারবে দেশের বিরুদ্ধে কথা বলতে.....