নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌহিদের বাংলা ব্লগ

চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি।

ভবঘুরে তৌহিদ

চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........

ভবঘুরে তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

মানুষ হইলেও নীচু জাত।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৯



আজ সন্ধাবেলা কয়েকজন মিলে চা খাচ্ছিলাম আর বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলাম। এমন সময় এক বন্ধুর বর্তমান সরকারের সুখ্যাতি নিয়ে চাপাবাজী চরম মাত্রা অতিক্রম করলে বাংলার সাধারন গনমানুষের চিরন্তন সত্য ডায়গলখান ছারলাম “শালা মানুষ না আওয়ামীলীগ” B-)

এমন সময় আড্ডার এক আদরের ছোট ভাই ভেটো দিল, বলল- ভাই আওয়ামীলীগরা কি মানুষ না? দেখলাম ভাইটার খুবই ভারাক্রান্ত মন :-& , তাই ঝাড়ি দিলাম না যদি নষ্ট করে প্যান্ট!

ঝাড়ি না দিয়ে মোলায়েম সুরে ওকে বুঝিয়ে বললাম,

ভাই- কট্টোরপন্থি আওয়ামীলীগরা শুধুই আওয়ামীলীগ ওরা মানুষ না।

আর তোর মত আওয়ামীলীগরা “মানুষ হইলেও নীচু জাত” =p~

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.