নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌহিদের বাংলা ব্লগ

চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি।

ভবঘুরে তৌহিদ

চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........

ভবঘুরে তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

গোলাম আজমকে শ্রেষ্ঠ বাংলাদেশির পুরস্কার দেয়ার অনুরোধ জানাচ্ছি ।

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৩

দেশের আইন-শৃক্ষলা পরিস্থিতি যখন চরম অবনতিরতে, সাধারন মানুষ যখন প্রতিটি দিন মৃত্যুকে বরন করে রাস্তায় বের হচ্ছে জীবন ও জীবিকার তাগিদে ঠিক তখন দেয়া হল

মানবাধিকার পদক ২০১৩।

পদক পেয়েছেন দুজন ডক্টরেট ডিগ্রিধারী। একজন মুর্খ ডক্টর এটিএন বাংলা চেয়ারম্যান ডঃ মাহাফুজুর রহমান আর একজন শিক্ষিত ডক্টর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ মহিউদ্দিন খান আলমগীর।

এনারা কতটুকু মানবাধিকার রক্ষা করেছেন বা মানবাধিকার রক্ষায় ভুমিকা রেখেছেন তা তা বাংলাদেশ সহ সারা বিশ্ব জানে তাই আমার সেই ব্যাপারে আর কিছু বলার নাই।



দেশের আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার মুল হোতা হিসেবে সন্দেহভাজন মাহাফুজুর রহমান এবং দেশের লাশের স্তুপের উপর দারিয়ে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ মহিউদ্দিন খান আলমগীর যদি মানবাধিকার রক্ষার জন্য বা বিশেষ ভুমিকা রাখার জন্য মানবাধিকার পদক পেতে পারেন তাহলে দেশের শ্রেষ্ঠ রাজাকার এবং বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টিলগ্নে বিরোধীতা করার কারনে অবশ্যই গোলাম আজম শ্রেষ্ঠ বাংলাদেশী পুরস্কারের মোক্ষম দাবীদার।

তাই যথাযথ কতৃপক্ষের কাছে আমার আকুল আবেদন গোলাম আজমকে সেরা বাংলাদেশির পুরস্কার প্রদান করে বাঙ্গালী জাতি হিসেবে আমাদের গর্বিত করতে এবং সেষ্ঠ বাংলাদেশী পুরস্কারের মান মর্জাদা অক্ষুন্য রেখে আমাদের চিরকৃতার্থ রাখতে আমনানের মর্জি কামনা করছি।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯

িপ্রয়বন্‌ধু বলেছেন: তথাস্তু ............................................

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২

ভবঘুরে তৌহিদ বলেছেন: হা প্রিয়বন্‌ধু

২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬

মদন বলেছেন: উত্তম প্রস্তাব :)

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩২

ভবঘুরে তৌহিদ বলেছেন: জি মদন। কলা ছুইললা খাইয়েন।

৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭

আমি রিয়াদ বলেছেন: +++++ আমার লেখাটা পড়ার আমন্ত্রন জানালাম।

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

ভবঘুরে তৌহিদ বলেছেন: পড়েছি।

৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩০

ফারজানা শিরিন বলেছেন: হু গলাম আযম রে আমিও ভোট দিলাম ।

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

ভবঘুরে তৌহিদ বলেছেন: বেশি বেশি ভোট দিয়েন ফারজানা শিরিন।

৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

ইখতামিন বলেছেন:
হাহাহাা.
গো-আযম কে ভোট?

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯

ভবঘুরে তৌহিদ বলেছেন: বেশি বেশি ভোট দিয়েন ইখতামিন।

৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭

আমি শুধুই পাঠক বলেছেন: গুয়াজমকে স্বাধীনতা পদক দেয়া যায়। কি বলেন???

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

ভবঘুরে তৌহিদ বলেছেন: দেয়া যায়।

৭| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২

পত্রনবিস বলেছেন: গু আজম রে জাতির জনক ঘোষণা করা হোক :P :P :P :P :P

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

ভবঘুরে তৌহিদ বলেছেন: Khik khik...........

৮| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩২

চলতি নিয়ম বলেছেন: পত্রনবিস বলেছেন: গু আজম রে জাতির জনক ঘোষণা করা হোক :P :P :P :P :P

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

ভবঘুরে তৌহিদ বলেছেন: Again Khik khik...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.