![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........
অনলাইন আবেদন ফরমে কেন একইরকম দুইটা অপশন দেয়া আমি বুঝতে পারছি না???
অনলাইন আবেদনের বৈবাহিক অবস্থার জায়গায়gle unmarried দুইটা অপশন আছে। আজকে একটা আবেদন পুরন করার সময় সাথে ২ জন ছোট ভাই ছিল। ওদের বললাম কোন অপশনটা দেব? কারন দুইটারতো একই অর্থ। ওদের একজন বলল যাদের গার্লফ্রেন্ড আছে কিন্তু অবিবাহিত তারা unmarried আর যাদের গার্লফ্রেন্ড নাই কিন্তু অবিবাহিত তারা Single। আর একজন বলল যারা লিভটুগেডার করে কিন্তু বিয়া করে নাই তারা unmarried আর যারা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যায় তাও একাধিক জনের কাছে তারা Single। আমি আসলে কনফিউশনে আছি অনলাইন আবেদন ফরমে কেন একইরকম দুইটা অপশন দেয়া??? আপনারা কেই কি যানেন??
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭
ভবঘুরে তৌহিদ বলেছেন: ধন্যবাদ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ।
২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০
বাগসবানি বলেছেন: আমি যতদূর জানি সিংগেল মানে একা - বৈবাহিক অবস্থা নির্দেশ করে না । এক্ষেত্রে আপনি ডিভোর্সিও হইতে পারেন । বিবাহিত না হয়ে থাকলে দিত্বীয়টাই চুজ করা যুক্তি সংগত হবে । তবে যারা ফরম বানাইছে তাদেরকে এইজিনিসটা নজরে দিলে ভাল হয় ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭
ভবঘুরে তৌহিদ বলেছেন: ওনাদের কি এসব নজরে আসে।
৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫
টানিম বলেছেন: লোল
২২ শে মে, ২০১৩ রাত ১২:১৯
ভবঘুরে তৌহিদ বলেছেন: লোল।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এটা একটা ভুল, হবে সিঙ্গেল-ম্যারিড। আনম্যারিড কোথাও লেখা থাকে না। আপনি সিঙ্গেল সিলেক্ট করেন।