![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........
গত ১১ এপ্রিল এক শ্বাসরুদ্ধকর ডি বি অভিযানে বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাঁর অফিস থেকে কুরআন শরীফ ও কিছু বই এবং বিপুল পরিমাণ সাংবাদিকতার ডাটা উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে নাশকতার আশংকায় তার আস্তানাটিকে সীলগালা করে দিয়েছে জনগের বন্ধুরা।
এ ঘটনার পর বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার ঘোষক ও শাহাবাগ আন্দোলন চোর ইমরান এইস সরকার তাত্ক্ষনিক প্রতিক্রিয়ায় বলেছেন মাহমুদুর রহমানকে গ্রেফতারের মধ্য দিয়ে বাংলাদেশে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাঝীনতা প্রতিষ্ঠায় সরকার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা লক্ষ কোটি বছর ধরে বাংলার মানুষের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।
এ ব্যাপারে জাতির বোন (জাতির পিতার কন্যা) প্রধানমন্ত্রী শেখ হাছিনার প্রতিক্রিয়া এখনও না পাওয়া যাওয়ায় বাংলার পুতুলদের (পুতুল= আম জনতা) মনে গভীর উৎকণ্ঠা লক্ষ করা যাচ্ছে।
তাই অনতিবিলম্বে প্রধানমন্ত্রী একখানা কৌতুক প্রকাশ করে পুতুলদের ইট্টু হাশির ব্যবস্থা করলে জাতি ধন্য হতাম।
২| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩
মদন বলেছেন: বলুন জিহাদী বই, আর জিহাদী ডাটা
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮
ভবঘুরে তৌহিদ বলেছেন: মদন বাবু বাবার নামে ব্যতিত সকল বই জিহাদী।
বুঝতে হবে।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫
জহির উদদীন বলেছেন: আমার একটা প্রশ্ন ডিবি পুলিশ প্রিন্টার নিয়ে কি করবো....
নাকি প্রিন্টারে অতি গোপন কিছু তথ্য লুকায়িত আছে......
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১
ভবঘুরে তৌহিদ বলেছেন: বেইচ্চা গাঞ্জা খাইব মনে কয়।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭
উযায়র বলেছেন: মাহমুদুর রহমানকে গ্রেফতারের মধ্য দিয়ে বাংলাদেশে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাঝীনতা প্রতিষ্ঠায় সরকার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন,
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৯
ভবঘুরে তৌহিদ বলেছেন: উযায়র এই দৃষ্টান্ত যুগ যুগ ধরে চলুক।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪
শুভ জািহদ বলেছেন: মনে হইতেছে চোর জিনিসপত্র নিয়া পালাইতেছে। এদের দেখলে তো প্রশাসনের লোক মনে হয় না। আর প্রিণ্টার এর ব্যাপারে কিছু কইলাম না। শালা চোর.........
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১
ভবঘুরে তৌহিদ বলেছেন: সব শালা চোর.........
৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮
বিডি আমিনুর বলেছেন: বাকশালের জয় হোক
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০
ভবঘুরে তৌহিদ বলেছেন: বাকশালের জয় হোক
৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০
পিওর গাধা বলেছেন: জয় বাংলা
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০
ভবঘুরে তৌহিদ বলেছেন: জয় বাবা পিওর গাধা।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: সরকারের প্রিন্টার, মনিটর কিনার টাকা নাই তো তাই এই সব জব্দ করে নিয়ে যাচ্ছে যাতে ব্যবহার করে সরকারী টাকা বাচাইতে পারে। @জহির উদদীন
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০
ভবঘুরে তৌহিদ বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩
ভবঘুরে তৌহিদ বলেছেন: যত পারেন আমার চামড়া দিয়ে ডুগডুগী বাঁজান।