নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌহিদের বাংলা ব্লগ

চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি।

ভবঘুরে তৌহিদ

চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........

ভবঘুরে তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলছে আমাদের সরকার।

১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫১

সরকারের সকল কু কর্মের ভিডিও ক্লীপ ফেসবুক সহ বিভিন্ন ব্লগে ফাস হওয়ায় সরকার আছে মহা বিপদে।

শেয়ার বাজারে সবকিছু হারিয়ে কিম্বা ঘরে ঘরে চাকরি দেবার মিথ্যা ধরতে পেরে অনেক মেধাবী তরুন আউট সোর্সিং এ অনুপ্রানিত হয়েছিলেন। ইন্টারনেট ভিত্তিক এই পেশাদারী তরুনদের পেটে লাথি মারার জন্য বিটিআরসি গতকাল ১৬ মে একটি নতুন সার্কুলার জারী করেছে [http://cafe.blogsvoice.com/?p=8613]। ইন্টারনেট অপারেটরদের কাছে পাঠানো এই নির্দেশে সকল ইন্টারনেট গ্রাহকদের আপলোড স্পীড কমিয়ে সর্বোচ্চ ২৫% করতে বলা হয়েছে।



সরকারের বিরুদ্ধে প্রচার কমানো সবচেয়ে ভাল পন্থা হচ্ছে সরকার কর্তৃক খারাপ কাজ কমিয়ে আনা। আপনারা বাংলাদেশের মানুষকে পাইকারী হারে খুন করবেন, গুম করবেন, ভারতের জেলে পাঠিয়ে দেবেন, লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে ধরা পরবেন, বিদেশের টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেবার সময় মিথ্যা বলে ধমক খাবেন আর তুতলে তুতলে মিথ্যা জবাব দেবেন; তারপর সেইসব অপকর্মে ছিপি/ডায়াপার পড়ানোর জন্য দেশের কয়েক লক্ষ আউট সোর্সিং পেশায় নিয়োজিত ও বৈদেশিক মূদ্রা অর্জনকারীদের পেটে লাথি মারবেন, এটা কেমন কথ।



সংকলিত।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৬

আমি শুধুই পাঠক বলেছেন: এই নির্দেশনা সাময়িক ছিলো। এখন আবার আগের অবস্থা বহাল করা হয়েছে।

২২ শে মে, ২০১৩ সকাল ১১:১৭

ভবঘুরে তৌহিদ বলেছেন: ও তাই? জানতাম না।

২| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৭

বাংলার হাসান বলেছেন: এর চাইতে বেশি জরুরী সুন্দরবন রক্ষা আন্দোলন। ঘুরে আসুন লিংক দুটিতে।

Click This Link

Click This Link

২২ শে মে, ২০১৩ সকাল ১১:১৯

ভবঘুরে তৌহিদ বলেছেন: হুম। ঠিক তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.