![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........
অতীতে BNP সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে BAL এর মোঃ হানিফ ঢাকা সিটি কর্পোরেশনের এবং মহিউদ্দিন আহমদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। তা সত্ত্বেও BAL তত্ত্বাবধায়ক সরকারের দাবী ছেড়ে দেয় নি। বরং তারা এটা ভেবে উদ্দীপ্ত হয়েছিল যে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনেই যদি তারা জিততে পারে তাহলে তো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ব্যাপক জয়লাভ করবে। (বাস্তবে হয়েছিল-ও তাই)। সুতরাং এখন BAL এর অধীনে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোট জয়লাভ করলেও কেন BNP নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবী ছেড়ে দেবে? স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন যে এদেশে এক না, তা BAL-BNP ক্ষমতায় থেকে বার বার প্রমাণ করেছে। সালিশ মানার পরেও তাল গাছের দাবী ছেড়ে দেয়ার মানসিকতা BAL-BNP'র কখনই ছিল না, এখনও নেই! ভবিষ্যতে হবে কি??
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৮
ভবঘুরে তৌহিদ বলেছেন: আমারও তাই মনে হয় @মদন ভাই।।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৯
মদন বলেছেন: মনে হয় হবে না