![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........
আজকে সংসদে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনছিলাম।
দেখলাম দুই নেত্রীর শব্দ চয়ন, ভাষা শৈলী, বক্তব্য দেয়ার ভঙ্গির পার্থক্য।
আসল কথা হল মাঝে মাঝে বস্তাভরা ডিগ্রী আর সুশীলতা দিয়ে কোন কাজ হয় না।
শেখ মুজিব বলেছেন "তুমি যখন বেয়াদবের সাথে খেলবে তখন তার থেকে বড় বেয়াদব হবে"।
চরম সত্য একটা কথা বলেছেন।
( রেফারেন্সঃ "When you play bastard, play like a bigger bastard" Bangladesh a legacy of blood বাংলায় "বাংলাদেশঃ রক্তের ঋন" লেখকঃ এন্থনি মসকেরানহাস।)
ধন্যবাদ বেগম জিয়া একজন জাতীয় নেতা কিভাবে কথা বলতে হয় আপনি দেখিয়ে দিয়েছেন। বাংলার জনগন আছে নোংরা আর অসামাজিক তথাকথিত সুশীল ভাষার উপযুক্ত জবাব দেবার জন্য। যে যে ভাষায় কথা বলবে জনগন সেই ভাষায় জবাব দেবে।
জাতীয়তাবাদীরা ভদ্রতা, সভ্যতা ঝেরে ফেলে দিয়ে নোংরামীর জবাব নোংরামী দিয়েই দিন। কাউকে কোন ক্ষমা করবেন না। আপনাদের ক্ষমাকে ওনারা আপনাদের দুর্বলতা ভাবছে এবং ভাববেই থাকবে।
নেত্রী হিসেবে খালেদার ভদ্রতা,মিতবাক আর শেখ হাসিনার অভদ্রতা,অশ্লিলতা আর মিথ্যাচারের তুলনা দিলে তথাকথিত সুশীলরা তখন খালেদার শিক্ষাগত যোগ্যতা নিয়ে টানাটানি শুরু করে! আমার কথা হচ্ছে একজনের শিক্ষাগত যোগ্যতা যদি তার কথা আর আচরণে ফুটে না ওঠে তাহলে সেটা কিসের শিক্ষা?
কথায় আছে "দূর্জন বিদ্যান হলেও পরিতাজ্য।" এটা চিরন্তন সত্য আপনাকে মানতেই হবে।
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৬
ভবঘুরে তৌহিদ বলেছেন: হা সে কাননেই তো ডাইরেক্ট বলা জনের মুখ বস্তির মহিলাদের থেকেও খারাপ।
২| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪৬
এনজেল মাইন্ড বলেছেন: হাসান কালবৈশাী - ভাই এই তথ্য আপনাকে কে দিল? নাকি আপনার নেত্রীর মতই আরেকটা মিথ্যা কিংবা কুৎসা রচনা করলেন?
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৯
ভবঘুরে তৌহিদ বলেছেন: সহমত।
৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫২
~মাইনাচ~ বলেছেন: এই দুই নেত্রীর মধ্যে খালেদা জিয়া অনেকটাই ভদ্র , মার্জিত
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৯
ভবঘুরে তৌহিদ বলেছেন: সহমত।
৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ২:৪৭
মতিউর রহমান মিঠু বলেছেন: এসব দেখেশুনে মি.কালবৈশাখীর মনে বৈশাখী ঝড় বইছে মনে হয়। যুক্তির জবাব এরা গালাগালি দিয়ে দিতে অভ্যস্ত তো তাই।
যা হোক দারুন পোষ্ট, ধন্যবাদ ভাইজান।
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১০
ভবঘুরে তৌহিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইজান।
৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ৩:৪৫
এই আমি সেই আমি বলেছেন: খালেদা এ পর্যন্ত কোন সাংবাদিক সম্মেলনে শফিক রেহমান গং দের লিখা ব্যতীত কখনও দুকথা দেশী সাংবাদিকদের বলেছেন বা তাদের কোন প্রশ্নের উত্তর দিয়েছেন বিদেশী সাংবাদিক তো দুরের কথা ।
বোবা খালেদা জিয়ার চাইতে বেশী মার্জিত কারণ সে খালেদার চাইতে আরও কম কথা বলে ।
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৪
ভবঘুরে তৌহিদ বলেছেন: তাও ভাল। হাসিনার মত বস্তির মহিলার মততো না।
৬| ৩০ শে জুন, ২০১৩ ভোর ৪:৪৪
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: তোদের বাপ মুজিব একটা কথা কইছিল " জারজের সাথে খেলতে হলে নিজেকে আরো বড় জারজ বানাতে হয় " তোদের বাপের কথা মত তোদের উত্তর দিই
খা*** পোলা , মাদ**দ বেজন্মা , ভারতের গু চেটে খাওয়া দালাল হাম্বারা সময় থাকতে সোজা হয়ে যা , নইলে রাস্তার উপর ফেলে সাপ পেটানো পিটিয়ে মেরে ফেলা হবে
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৪
ভবঘুরে তৌহিদ বলেছেন: সাজাপ্রাপ্ত পলাতক আসামি নোংরামীর জবাব নোংরামী দিয়েই দিন।
৭| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৩:৩৩
এই আমি সেই আমি বলেছেন: উপরের মন্তব্যের আলোকে বলতে হয় আমরা সামনে ৫ বছরের জন্য আরও বড় জারজের শাসনে যাচ্ছি ।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৪২
ভবঘুরে তৌহিদ বলেছেন: সাপ মারতে তে লাঠি লাগবেই। তাই না।।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
I am innocent 99% বলেছেন: ভালো পোস্ট। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
একজন নিরুত্তাপ ভাবে সফিক রেহমানের লিখে দেয়া লেখা পড়েন।
আরেকজন লেখা ছাড়াই ডাইরেক্ট বলেন, কিছুক্ষন আগে বলা খালেদার যুক্তি খন্ডন করেন।