নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌহিদের বাংলা ব্লগ

চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি।

ভবঘুরে তৌহিদ

চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........

ভবঘুরে তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের নাম গিনেস বুকে স্থান পাক!! দ্যা ল্যান্ড অব চ্যানেলস হিসেবে।

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭

দেশে এখন মোট ৪১ টি টিভি চ্যানেল। যাদের নামের বাহার দেখে মনে হয় টেলিভিশন তো নয় বরং ব্যাক্তিগত প্রচারনা।



তাই সৈকতের দাবীঃ



=> দেশেতো আর, আই, এন, জি , এস এ, এ টি এন, এই সব অক্ষর দিয়ে টিভি চ্যানেল এর নাম আছেই। অন্য অ্যালফাবেট গুলি দিয়ে চ্যানেল দেয়া হোক।



=>ওয়ান, ফিফটি টু, সিক্সটিন ও ৭১ নামে চ্যানেল ছিল বা আছে। ৯৯ পর্যন্ত অন্যান্য সংখ্যায় চ্যানেল দেয়া হোক!



=> দেশে গানের চ্যানেল আছে। নাচের চ্যানেল, কবিতার চ্যানেল সহ শল্পের অন্যান্য শাখার চ্যানেল দেয়া হোক।



=>এশিয়ান আছে, আমেরিকান, আফ্রিকান, অস্ট্রেলিয়ান, অ্যান্টার্কটিকান নামে চ্যানেল দেয়া হোক।



=>মাছরাঙ্গা নামে চ্যানেল আছে। মাছরাঙ্গা কি খাবে? তাই পুটিমাছ , কই মাছ নামেও চ্যানেল দেয়া হোক!



=>বৈশাখের নামে চ্যানেল আছে। বাকি ঋতুগুলির নামে চ্যানেল দেয়া হোক।



=>ইনডিপেন্ডেন্ট নামে চ্যানেল আছে। ডিপেন্ডেন্ট নামেও চ্যানেল দেয়া হোক।



=>ব্যক্তির নামেও চ্যানেল আছে। তাই দেশের সকলকে একটি করে চ্যানেল দেয়া হোক।



বাংলাদেশের নাম গিনেস বুকে স্থান পাক!!



দ্যা ল্যান্ড অব চ্যানেলস।



যেখানে যে কোন কাজে সাফল্য চ্যানেল থাকার উপরে নির্ভরশীল।



এই চ্যানেল অবশ্য টিভি চ্যানেল নয়, অন্য চ্যানেল।!!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বাংলাদেশের নাম গিনেস বুকে স্থান পাক!!

দ্যা ল্যান্ড অব চ্যানেলস। =p~ =p~ =p~ =p~

যেখানে যে কোন কাজে সাফল্য চ্যানেল থাকার উপরে নির্ভরশীল।



ঢু মারতে পারেন..

গিনেস বুকে নাম ওঠাতে পরবর্তী আওয়ামী প্ল্যান !!!!!!!পারবে কি ইনডিয়া ব্র্যান্ড আওয়ামী সরকার এসব করতে?

১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

ভবঘুরে তৌহিদ বলেছেন: পারবে না।

২| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৬

মুন্না২৭ বলেছেন: চিন্তা ভাবনায় আছি আমিও একটা চ্যানেল খুলমু । চ্যানেলের নাম দিমু (( চ্যানেল অব দুর্নিতি )))

১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

ভবঘুরে তৌহিদ বলেছেন: ভাল, খুলে ফেলেন।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখকের সাথে একমত। যদিও আমি টিভি দেখিনা। না দেশে দেখতাম না প্রবাসে দেখি।

১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১০

ভবঘুরে তৌহিদ বলেছেন: না দেখাই ভাল। দেখলে মাথা গরম হয়।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৭

মজলুম বান্দা বলেছেন: পত্রিকার দশা আরো খারাপ ।

কয়দিন পর পর একটা কইরা পত্রিকার উৎপত্তি হয় /:)

১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২২

ভবঘুরে তৌহিদ বলেছেন: অনলাইনে তো ব্যাগের ছাতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.