নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌহিদের বাংলা ব্লগ

চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি।

ভবঘুরে তৌহিদ

চোখের সামনে যা পরে তাই নিয়ে লেখি। খুব বেশি মাথা খাটায়ে বা অনেক গবেষনা করে লেখালিখি করিনা। তবে...........

ভবঘুরে তৌহিদ › বিস্তারিত পোস্টঃ

সবাই দোয়া করবেন আমি যেন আমার আম্মুকে জীবনে কষ্ট না দেই।

১১ ই মে, ২০১৪ রাত ১০:১৮

বিশ্ব মা দিবসে আমার জন্মদাতা মা সহ পৃথিবীর সকল মাকে আমার শতকুটি সালাম।

আসলে মা দিবসে মাকে নিয়ে লেখার মত যোগ্যতা আমার মত অধমের নাই। কারন মাকে দেয়ার মত বা মা আমাকের নিয়ে গর্ব করবে এরকম কোন কাজ এখনও আমার দ্বারা হয় নাই আদৌ হবে বলে আমার মনে হয় না।

আমার জম্নের পর আমার আম্মু টানা ২৪ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, ডাক্তার বলেছিল তাকে বাচানো যাবে না আল্লাহর রহমতে আম্মু আজও বেচে আছে। রংপুর মেডিকেলে আম্মু যখন হাত-পা বাঁধা আধমরা অবস্থায় তখন তার শরীরে দেয়া স্যালাইন শেষ হয়ে শরীরের রক্ত উঠে স্যালাইন প্রায় ভর্তি হয়ে গেছিল সেই রাতে আম্মুর অস্ফষ্ট চিৎকার কোন ডাক্তার নার্স শুনতে পায় নাই। পরে নিচের বুদ্ধিতে আম্মু মাথা উচু করে দাত দিয়ে সে স্যালাইন খুলে ফেলে। আম্মুর হাতের সেই কালো দাগ নাকি একবছরের মত ছিল। আম্মু সাধারনত এই গল্পগুলা আমার সামনে করে না। আব্বু, বড় খালা আর ছোট মামার কাছেই বেশিরভাগ সময় এই গল্পগুলা শুনি। যতবার এই কথাগুলা শুনি ততবারই মনে হয় আম্মু আমার জন্য এত কিছু করেছে কি দিতে পারলাম আমি আম্মুকে???



প্রতিবারই নিজেকে অনেক বেশি নিকৃষ্ট মনে হয়।

সবাই দোয়া করবেন আমি যেন আমার আম্মুকে জীবনে কষ্ট না দেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.